মুম্বাই স্ট্রিট স্টাইল জিনি ধোসা (Mumbai street style Jini Dosa recipe in Bengali)

Rita Talukdar Adak
Rita Talukdar Adak @ritaadak17

#স্মলবাইটস
#দোসা
আজ আমি জিনি দোসা বানিয়েছি।এটা একটা মুম্বাই এর স্ট্রিট ফুড এই দোসা তাতে পাওভাজি টেস্ট, পিজা, চাট, ফ্রানকি সব টেস্ট এক সঙ্গে পাওয়া যায়।তাই এর নাম জিনি দোসা দেওয়া হইছে। এটা মুম্বাই এর একটা খুব বিখ্যাত স্ট্রিট ফুড হিসেবে পওয়া যায়।

মুম্বাই স্ট্রিট স্টাইল জিনি ধোসা (Mumbai street style Jini Dosa recipe in Bengali)

#স্মলবাইটস
#দোসা
আজ আমি জিনি দোসা বানিয়েছি।এটা একটা মুম্বাই এর স্ট্রিট ফুড এই দোসা তাতে পাওভাজি টেস্ট, পিজা, চাট, ফ্রানকি সব টেস্ট এক সঙ্গে পাওয়া যায়।তাই এর নাম জিনি দোসা দেওয়া হইছে। এটা মুম্বাই এর একটা খুব বিখ্যাত স্ট্রিট ফুড হিসেবে পওয়া যায়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২৫ মিনিট
  1. ১ ১/২কাপ চাল
  2. ১/২ কাপ কলায়ের ডাল
  3. ১/২ চা চামচ মেথি দানা
  4. ৪ টেবিল চামচ পিজা সস
  5. ৪ টেবিল চামচ টমেটো সস
  6. ২ টেবিল চামচ ক্যাপ্সিকাম কুচি
  7. ৩ টেবিল চামচ পিয়াজ কুচি
  8. ২ টেবিল চামচ বাঁধাকপি কুচি
  9. ২ টেবিল চামচ টমেটো কুচি
  10. ৩ টেবিল চামচ পাও ভাজি মসলা
  11. ২ টেবিল চামচ চাট মসলা
  12. ৩ টেবিল চামচ ঘনে পাতা কুচি
  13. ২ চা চামচ তেল
  14. স্বাদ মতনুন
  15. ৩ টে কিউব প্রসেসড চিজ

রান্নার নির্দেশ সমূহ

২৫ মিনিট
  1. 1

    প্রথমে চাল, ডাল আর মেথি সব এক সাতে ভালো করে ধুয়ে ৭-৮ ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে। তারপর তাকে মিক্সিতে পিসে সারা রাত ফেরমেন্টেশনের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে।

  2. 2

    এবার সব জিনিস গুলো এক যায়গাতে নিয়ে রাখতে হবে।

  3. 3

    তার পর একটা নন স্টিক তাওয়া তে একটু তেল ব্রাশ করে, তাতে এক হাতা দোসা বেটার দিয়ে, হাতার পিছন দিয়ে গোল করে ঘুরিয়ে একটা পাতলা দোসা বানিয়ে নিতে হবে।

  4. 4

    ওপরের দিকটা একটু হয় গেলে তার ওপর পিজা সস, টমেটো সস, পাওভাজী মসলা, চাট মসলা আর একটু নুন দিয়ে মাখিয়ে পুরো দোসা তে ছড়িয়ে দিতে হবে।

  5. 5

    এবার তার ওপরে বাধা কপি, ক্যাপ্সিকাম,টমেটো আর পিয়াজ কুচি সব কিছু ছড়িয়ে দিতে হবে।

  6. 6

    তার পর ওপরে চিজ গ্রেট করে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখতে হবে।

  7. 7

    এবার নিচের দিক টা ক্রিসপি হয় গেলে আর চিজ টা গোলে গেলেই, রোল করে নাবিয়ে নিতে হবে। তাহলেই ত্বয়েরী হয় গেলো জিনি দোসা।

  8. 8

    তার পর চাকু দিয়ে ছোট ছোট টুকরো করে নিতে হবে।

  9. 9

    এই দোসা টা একটু অন্য রকম ভাবে সার্ভ করে। দোসা টা পিস করে কেটে লম্বা করে রেখে ওপরে আবার চিজ গ্রেট করে দিয়ে সার্ভ করা হয়।

  10. 10
রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Rita Talukdar Adak
Rita Talukdar Adak @ritaadak17

Similar Recipes