সোয়াবিন চিংড়ির চপ (Soybean chingri chop recipe in Bengali)

Keya Nayak
Keya Nayak @cook_12214370

#স্মলবাইটস

সোয়াবিন চিংড়ির চপ (Soybean chingri chop recipe in Bengali)

#স্মলবাইটস

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫মিনিট
3 জনের জন্যে
  1. ১ কাপ সোয়াবিন বড়ি
  2. ৩টেবিল চামচ চিংড়ির কিমা
  3. ৪ টেবিল চামচ পেঁয়াজ কুচি
  4. ১ চা চামচ রসুন বাটা
  5. ১/২ চা চামচ আদা বাটা
  6. ১ চা চামচ লঙ্কা গুঁড়ো
  7. ১/২ চা চামচ হলুদ
  8. ১/২ চা চামচ ধনে গুঁড়ো
  9. ১/২ চা চামচ জিরে গুঁড়ো
  10. ১/২ চা চামচ গরম মশলা গুঁড়ো
  11. ৩ টেবিল চামচ ধনে পাতা কুচি
  12. ২ টেবিল চামচ ছাতু
  13. ১ টা ডিম
  14. ৫ টেবিল চামচ বিস্কুটের গুঁড়ো
  15. স্বাদমতোনুন
  16. স্বাদ মতোচিনি
  17. প্রয়োজন মতসর্ষের তেল
  18. ১ টা মাঝারি সাইজের সেদ্ধ আলু

রান্নার নির্দেশ সমূহ

১৫মিনিট
  1. 1

    সোয়া বড়ি গুলো গরম জলে ৩-৪ মিনিট ভিজিয়ে রেখে জল ঝরিয়ে নিতে হবে। তার পর মিক্সিতে দিয়ে কিমা করে নিতে হবে।

  2. 2

    কড়া তে তেল দিয়ে পেঁয়াজ কুচি ভেজে আদা ও রসুন বাটা দিয়ে ভাজতে হবে। আদার কাঁচা গন্ধ চলে গেলে গুঁড়ো মসলা, চিনি ও নুন দিয়ে কষতে হবে।

  3. 3

    কিছুক্ষন কষা হলে চিংড়ি র কিমা দিয়ে আরও ২ মিনিট কষে সোয়া কিমা দিয়ে কষতে হবে। ভালো করে কষা হলে সেদ্ধ আলু ও ধনের পাতা কুচি দিয়ে দিতে হবে।

  4. 4

    ধনে পাতা কুচি ও আলু সেদ্ধ দিয়ে মিশিয়ে নিয়ে ছাতু দিয়ে আবার ভালো করে সব কিছু একসাথে নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নিতে হবে।

  5. 5

    ঠান্ডা হলে চপের আকারে গড়ে নিয়ে ডিমের গোলায় ডুবিয়ে বিস্কুট গুঁড়ো মাখিয়ে নিতে হবে।

  6. 6

    এই ভাবে সব গুলো গড়ে নিতে হবে।

  7. 7

    তেল গরম হলে তেলে চপ গুলো দিয়ে ঢিমে আঁচে সব দিক ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে তুলে নিতে হবে।

  8. 8

    তারপর নিজের ইচ্ছা মতন পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Keya Nayak
Keya Nayak @cook_12214370

Similar Recipes