দই রুই (doi rui recipe in Bengali)

সুতপা দত্ত
সুতপা দত্ত @sutapa_121983

নিজের রেসিপি।

দই রুই (doi rui recipe in Bengali)

নিজের রেসিপি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৫ জন
  1. ৫পিসরুই মাছ
  2. ১ টাবড় পিঁয়াজ
  3. ১টাছোটো টমেটো
  4. ১ চা চামচ আদা
  5. ২৫গ্রামটক দই
  6. ১চা চামচহলুদ গুঁড়ো
  7. ১চা চামচজিরা গুঁড়ো
  8. ১ চা চামচ ধনে গুঁড়ো
  9. ১/২ চা চামচকাশ্মীরি লঙ্কার গুঁড়ো
  10. স্বাদ অনুযায়ীলবণ
  11. স্বাদ অনুযায়ীচিনি

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে কড়াইতে তেল দিয়ে মাছ গুলো ভালো করে ভেজে নিতে হবে।

  2. 2

    এরপর কড়াইতে তেল দিয়ে গোটা জিরা দিয়ে । পিঁয়াজ আদা টমেটো টক দই দিয়ে পেস্ট তৈরি করে তেলে দিতে হবে। এরপর নারাচারা করতে হবে এ র মধ্যে জিরার গুঁড়ো, ধনের গুঁড়া, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু চিনি,লবণ দিয়ে কষাতে হবে। অল্প করে জল দিয়ে কষাতে হবে।

  3. 3

    এরপর কষাতে কষাতে তেল উপরে উঠে এলে মাছ দিয়ে ঢাকা দিতে হবে।৫/৮ মিনিট ঢেকে কাঁচা লঙ্কা চিরে দিতে হবে। এরপর নুন ঝাল দেখে নামিয়ে গরম ভাতে পরিবেশন করুন দ্ই রুই।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
সুতপা দত্ত

মন্তব্যগুলি (6)

Swati Bharadwaj
Swati Bharadwaj @explorefoodwithSwati
Besh bhalo laglo tomar recipe ta👍
Presentation tao gochano🍫
🌷
Amar recipe gulo somay pele dekhe like dio. Ichhe hole onusoron dio🌈

Similar Recipes