স্টাফ চীজ আলুর চপ ((Stuff cheese aloor chop recipe in Bengali)

Keya Mandal
Keya Mandal @cook_25675397
Chinsurah, Hooghly

#স্মলবাইটস

স্টাফ চীজ আলুর চপ ((Stuff cheese aloor chop recipe in Bengali)

#স্মলবাইটস

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
4 জন
  1. 4 টে মাঝারি বা বড়মাঝারি আলু সেদ্ধ
  2. 4 টেচীজ কিউব
  3. 4 কোয়ারসুন
  4. 1 চা চামচগ্রেট করা আদা
  5. 4 টেকাঁচা লঙ্কা ফাইন করে কুচনো
  6. 1 মুঠোধনে পাতা কুচনো
  7. স্বাদ মতনুন পরিমান মতো
  8. 2 টেবিল চামচ ময়দা
  9. 2 টেবিল চামচ কর্ন ফ্লাওয়ার
  10. প্রয়োজন অনুযায়ী বিস্কুট গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    আলু সেদ্ধ করে গরমে গরমে চটকে নিতে হবে। আদা গ্রেট করে নিতে হবে কাঁচালঙ্কা ধনে পাতা ফাইন করে কুচি রাখতে হবে।

  2. 2

    সেদ্ধ আলু নুন আদা রসুন কাঁচা লঙ্কা ধনে পাতা চীজ কোৱা দিয়ে ভালো করে মেখে নিতে হবে ।

  3. 3

    লেচি করে রাখতে হবে। চীজ কিউব নিয়ে আধখানা করে রাখতে হবে। একটা লেচি নিয়ে কিউব ভরে ময়দাতে ডাস্টিং করে গলায় ডুবিয়ে বিস্কুটের গুঁড়ো লাগিয়ে ভাজতে হবে।

  4. 4

    ভাজা হয়ে গেলে তুলে স্যালাড দিয়ে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Keya Mandal
Keya Mandal @cook_25675397
Chinsurah, Hooghly

Similar Recipes