পাঞ্জাবী স্টাইলে মটর পনির(panjabi matar paneer recipe in bengal)

নিবেদিতা ঘোষাল পন্ডিত
নিবেদিতা ঘোষাল পন্ডিত @cook_26413908

#GA4
#week1
প্রথম সপ্তাহের ধাঁধা থেকে আমি পাঞ্জাবি বেছে নিয়ে পাঞ্জাবি স্টাইলের মটরপনির বানালাম।

পাঞ্জাবী স্টাইলে মটর পনির(panjabi matar paneer recipe in bengal)

#GA4
#week1
প্রথম সপ্তাহের ধাঁধা থেকে আমি পাঞ্জাবি বেছে নিয়ে পাঞ্জাবি স্টাইলের মটরপনির বানালাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০ মিনিট
2জন
  1. 250 গ্রামপনির
  2. 500 গ্রামমটরশুঁটি
  3. 1 টা বড় পেঁয়াজ বাটা
  4. 1 টা টমেটো পেস্ট
  5. 1+1টেবিল চামচআদা রসুন বাটা
  6. প্রয়োজন মতোতেল

রান্নার নির্দেশ সমূহ

৪০ মিনিট
  1. 1

    প্রথমে পনির কে টুকরো করে কেটে গরম নুন জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। মটরশুঁটি ছাড়িয়ে নিতে হবে।

  2. 2

    কড়াতে তেল দিয়ে পনির লাল করে ভেজে তুলে নিতে হবে

  3. 3

    এরপর পিঁয়াজ বাটা দিয়ে ভালো করে ভাজতে হবে ও কিছুক্ষণ পর আদা রসুন বাটা দিতে হবে ও কষাতে হবে, এরপর টমেটো পেস্ট দিয়ে আরও কিছুক্ষণ কষাতে হবে

  4. 4

    এরপর হলুদ লঙ্কা জিরে ধনে গুঁড়ো প্রয়োজন মতো নুন ও মিষ্টি যোগ করে মটর গুলো দিয়ে ভালো করে ভাজতে হবে

  5. 5

    এরপর গরমজল দেড়কাপ মতো দিয়ে ভাজা পনির গুলো দিয়ে দিতে হবে। ও বেশ কিছুক্ষণ ফোটানোর পর শেষে গরমমশালা গুঁড়ো ছড়িয়ে নাড়াচাড়া করে গ্যাস অফ করে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
নিবেদিতা ঘোষাল পন্ডিত

Similar Recipes