পনির বিরিয়ানি (paneer biryani recipe in bengali)

নিবেদিতা ঘোষাল পন্ডিত
নিবেদিতা ঘোষাল পন্ডিত @cook_26413908

#GA4
#Week16
এই সপ্তাহের ধাঁধা থেকে আমি বিরিয়ানি বেছে নিয়ে পনির বিরিয়ানি রান্না করেছি।

পনির বিরিয়ানি (paneer biryani recipe in bengali)

#GA4
#Week16
এই সপ্তাহের ধাঁধা থেকে আমি বিরিয়ানি বেছে নিয়ে পনির বিরিয়ানি রান্না করেছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ঘন্টা ৩০মিনিট
৪জন
  1. ৫০০ বাসমতী চাল
  2. ৩৫০গ্রামপনির
  3. পরিমান মতোগোটা গরম মশলা
  4. পরিমাণ মতো তেল
  5. ১চা চামচবিরিয়ানি মশলা
  6. প্রয়োজন অনুযায়ীমিঠাআতর, গোলাপ জল, কেওড়া জল
  7. ১ চা চামচ আদা রসুন পেষ্ট
  8. ২ টোপিঁয়াজ কুচি
  9. স্বাদমতোনুন চিনি, লঙ্কা
  10. ১/২ চা চামচহলুদ গুঁড়ো
  11. ১চা চামচজিরে গুঁড়ো
  12. ১টি মাঝারি টমেটো পেষ্ট
  13. পরিমাণ মতোগাওয়া ঘি

রান্নার নির্দেশ সমূহ

১ঘন্টা ৩০মিনিট
  1. 1

    প্রথমে চাল ভালো করে ধুয়ে কয়েকটি গোটা গরম মশলা ও সামান্য নুন দিয়ে চাল অর্ধেক সিদ্ধ করে ফ্যান ঝরিয়ে নিতে হবে

  2. 2

    পনির কে নুন ও গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর কড়াতে তেল দিয়ে ভালো করে ভেজে তুলে নিয়ে পিয়াজ কুচি দিয়ে হালকা লাল করে ভেজে এর মধ্যে আদা রসুন পেষ্ট দিয়ে ভালো করে কষাতে হবে। হয়ে গেলে টমেটো পেস্ট দিয়ে আরো কিছুক্ষণ কষাতে হবে এই সময় হলুদ নুন লঙ্কা ও মিষ্টি জিরে ও ধনে গুঁড়ো দিতে হবে ও বেশ কিছুক্ষণ ধরে কষাতে হবে মশলা তেল ছেড়ে দিলে ভাজা পনির গুলো দিতে হবে। ও সামান্য গরম জল এড করতে হবে। ও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নামাতে হবে। একেবারে জল শুকিয়ে যেন না যায়

  3. 3

    এরপর বেরাস্তা ভেজে নিতে হবে আলাদা করে। এরপর আলাদা একটি পাত্রে ঘি দিয়ে তারপর ভাত ও তারপর পনির মশাল এই ভাবে পরপর স্তরে সাজতে হবে। একদম শেষে উপর থেকে আরও কিছুটা ঘি, বিরিয়ানি মশলা, গোলাপ জল, কেওড়া জল ও মিঠা আতর দিয়ে বেরেস্তা গুলো উপরে সাজিয়ে দিতে হবে।

  4. 4

    এবার গ্যাস সিমে রেখে একটি তাওয়া বসিয়ে তারপর বিরিয়ানির হাঁড়িটা বসিয়ে মুখটা ভালো করে এঁটে দিতে হবে যেন বাস্প না বেরিয়ে আসে

  5. 5

    এরকম ভাবে কুড়ি মিনিট রাখার পর গ্যাস বন্ধ করে আরও কুড়ি মিনিট রেখে নামাতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
নিবেদিতা ঘোষাল পন্ডিত

Similar Recipes