কুমড়ো চিংড়ি(kumro chingri recipe in bangali)

Nivedita Sarkar
Nivedita Sarkar @pinkycook_26416947

#GA4
#week11
আমি এই সপ্তাহের ধাঁধা থেকে পাম্পকিন বেছে নিয়ে ,কুমড়ো চিংড়ি বানিয়েছি।

কুমড়ো চিংড়ি(kumro chingri recipe in bangali)

#GA4
#week11
আমি এই সপ্তাহের ধাঁধা থেকে পাম্পকিন বেছে নিয়ে ,কুমড়ো চিংড়ি বানিয়েছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০ মিনিট
৬ জনের জন্যে
  1. ১ কেজি কুমড়ো
  2. ৫-৬ টা আলু
  3. ৫-৬ টা পেঁয়াজ কুচি
  4. ১/২ কাপ সর্ষের তেল
  5. ১/২ চা চামচ কালো জিরে
  6. ১/২ চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো
  7. ১ চা চামচ চিনি
  8. ১ চা চামচ জিরে গুঁড়ো
  9. ২ চা চামচসব্জী মশলা
  10. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  11. স্বাদ মতনুন
  12. ২ টো শুকনো লঙ্কা
  13. ১/২ কেজি চিংড়ি মাছ

রান্নার নির্দেশ সমূহ

৪০ মিনিট
  1. 1

    প্রথমে চিংড়ি মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে তাতে নুন হলুদ মাখিয়ে ভালো করে তেলে ভেজে নেবো।

  2. 2

    পেয়াজ,আলু আর কুমড়ো কেটে নিয়ে ধুয়ে নেবো।

  3. 3

    করাই টে তেল দেবো, তেল গরম হলে কালো জিরে আর শুকনো লঙ্কা পাঁচফোড়ন দেবো। তার পর অল্প পেয়াজ ফোড়ন ও দেবো।

  4. 4

    পেয়াজ একটু ভাজা হলে, ধুয়ে রাখা সবজি গুলো করাই টে দিয়ে দেবো।

  5. 5

    সবজি দেবার পর স্বাদ মত নুন, হলুদ,লঙ্কা গুঁড়ো,চিনি,জিরে গুরো,সবজি মসলা দিয়ে ভালো করে ভেজে নেবো।

  6. 6

    ভালো করে ভাজা হয়ে গেলে ভেজে রাখা চিংড়ি গুলো দিয়ে,২কাপ মত জল দিয়ে ঢেকে দেবো।

  7. 7

    আলু আর কুমড়ো সেদ্ধ হয়ে গেলে,তরকারির জল শুকিয়ে কাদ- কাদা হয়ে গেলে আমর কুমড়ো চিংড়ি পরিবেশনের জন্য রেডী।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Nivedita Sarkar
Nivedita Sarkar @pinkycook_26416947

Similar Recipes