মুগ ডাল ছানার পুর ভরা পটলের দোর্মা (moog dal chanar pur bhora potoler dorma recipe in Bengali)

Keya Nayak
Keya Nayak @cook_12214370

মুগ ডাল ছানার পুর ভরা পটলের দোর্মা (moog dal chanar pur bhora potoler dorma recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২৫ মিনিট
২ জনের জন্যে
  1. ৪ টে পটল
  2. ৩ টেবিল চামচ মুগ ডাল বাটা
  3. ২ টেবিল চামচ ছানা
  4. ১.৫ চা চামচ আদা বাটা
  5. ১ চা চামচ কাজু বাদাম বাটা
  6. ১ চা চামচ ছানা বাটা
  7. ২ টেবিল চামচ দই
  8. ১.৫ চা চামচ লঙ্কা গুঁড়ো
  9. ১/২ চা চামচ লাল লঙ্কা গুঁড়ো
  10. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  11. ১/২ চা চামচ জিরে গুঁড়ো
  12. ১/২ চা চামচ ধনে গুঁড়ো
  13. ১/২ চা চামচ মৌরি বাটা
  14. ১/২ চা চামচ গরম মশলা গুঁড়ো
  15. ২ টো এলাচ
  16. ২ টো লবঙ্গ
  17. ১/২"দারচিনি
  18. ১ চা চামচ কিসমিস কুচি
  19. ১ চা চামচ কাজু বাদাম কুচি
  20. স্বাদ মতনুন ও চিনি
  21. প্রয়োজন মতসর্ষের তেল
  22. ১ চা চামচ কাজু গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

২৫ মিনিট
  1. 1

    মুগ ডাল ভালো করে ধুয়ে,জলে ভিজিয়ে রাখতে হবে ৩-৪ ঘণ্টা। তারপর জল ঝরিয়ে বেটে নিতে হবে

  2. 2

    পটল ভালো করে ধুয়ে পটলের খোসা চেঁচে নিয়ে দুই মুখ কেটে ভিতর থেকে বীজ বার করে নিতে হবে। তারপর গা এ গর্ত করে দিতে হবে।

  3. 3

    কড়া তে অল্প তেল দিয়ে প্রথমে ১/২ চা চামচ আদা বাটা ও নুন দিয়ে কষতে হবে। আদার কাঁচা গন্ধ চলে গেলে ১/২ চা চামচ করে লঙ্কা, মৌরি বাটা ও সব গুঁড়ো মসলা,চিনি, কাজু কিসমিস কুচি দিয়ে কষে নিতে হবে।

  4. 4

    তারপর ছানা ও ডাল বাটা দিতে ভালো করে নেড়ে নিতে হবে। একটা মন্ড তৈরি হলে নামিয়ে ঠাণ্ডা করে নিতে হবে। অন্য পাত্রে তেল গরম করে পটল ভেজে তুলে নিতে হবে।

  5. 5

    ভাজা পটলের ভিতর পুর ভরে নিতে হবে।

  6. 6

    আবার কড়া তে তেল গরম করে গোটা গরম মসলা ফোড়ন দিতে হবে।ফোড়নের গন্ধ ছাড়লে বাকি আদা বাটা দিয়ে কষতে হবে। আদার কাঁচা গন্ধ চলে গেলে বাকি লঙ্কা গুঁড়ো ও হলুদ দিয়ে কষে নিয়ে নুন, চিনি, ছানা বাটা, কাজু বাটা ও দই দিয়ে কষে হবে তেল ছাড়া পর্যন্ত।

  7. 7

    একটু লাল লঙ্কা দিয়ে নেড়ে জল দিয়ে দিতে হবে। ফুটে উঠলে পুর ভরা পটল দিয়ে রান্না করতে হবে।

  8. 8

    পটল নরম হলে আর গ্রেভি ঘন হয়ে এলে গ্যাস অফ করে দিতে হবে। পাত্রে ঢেলে ওপরে কাজু গুঁড়ো ছড়িয়ে দিতে হবে। রেডি পটলের দরমা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Keya Nayak
Keya Nayak @cook_12214370

Similar Recipes