নিরামিষ পটলের দোর্মা(Niramish potoler dorma recipe in Bengali)

Aruna Das
Aruna Das @cook_25591408

নিরামিষ পটলের দোর্মা(Niramish potoler dorma recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৫০০ গ্রাম পটল
  2. ১০০ গ্রাম পনির
  3. ১/৪ কাপ বাদাম ও পেস্তা কুচি
  4. ২ টেবিল চামচ পোস্তদানা ও চারমগজ বাটা
  5. ১ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো
  6. ১ চা চামচ আদা বাটা
  7. ১ টা টমেটো পিউরি
  8. ১ চা চামচ শাহী জিরা
  9. ১ টা তেজপাতা
  10. ৩-৪ টা গোটা গরম মশলা গুঁড়ো
  11. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  12. স্বাদ মতনুন ও চিনি
  13. ১টেবিল চামচ ফ্রেশ ক্রিম
  14. পরিমাণ মততেল ও ঘি

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    পটল খোসা ছাড়িয়ে অল্প চিরে ভেতর থেকে দানা বার করে নিন

  2. 2

    প্যানে তেল গরম করে তাতে আদা বাটা দিয়ে ভালো করে ভাজুন এবং পনির কুরিয়ে দিয়ে দিন

  3. 3

    বাদাম ও পেস্তা কুচি দিয়ে ভালো করে ভাজুন নুন হলুদ ও চিনি দিয়ে মিশিয়ে নামিয়ে নিন

  4. 4

    পটলের মধ্যে ঐ পুর ভরে রাখুন এবং ছড়ানো পাত্রের মধ্যে তেল গরম করে তাতে পটল দিয়ে দিন এবং কম আঁচে রান্না করুন

  5. 5

    ঐ সময় অন্য পাত্রে তেল গরম করে তাতে জিরা তেজপাতা ও গোটা গরম মশলা দিয়ে দিন

  6. 6

    আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিন নুন হলুদ ও লাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিন

  7. 7

    টমেটো পিউরি দিয়ে ভালো করে কষিয়ে নিন এবং পোস্ত দানা ও চারমগজ বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিন

  8. 8

    পটলের মধ্যে ঐ মিশ্রণ দিয়ে দিন এবং ভাল করে ফুটিয়ে নিন, চিনি ও গরম মশলা গুঁড়ো মিশিয়ে নিন

  9. 9

    ফ্রেশ ক্রিম দিয়ে পরিবেশন করুন

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Aruna Das
Aruna Das @cook_25591408

মন্তব্যগুলি

Similar Recipes