তাওয়া ফ্রাই (Tawa fry recipe in bengali)

Bidisha Ghosh Hansda
Bidisha Ghosh Hansda @Bidisha_9336296
Konnogor

#GA4
#week5
আশা করি আপনাদের ভালো লাগবে।।

তাওয়া ফ্রাই (Tawa fry recipe in bengali)

#GA4
#week5
আশা করি আপনাদের ভালো লাগবে।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৩ মিনিট।।
২-৩ জন।।
  1. ২ টি গোটা পমফ্রেট মাছ
  2. ১ চা চামচ আদা বাটা
  3. ১চা চামচরসুন বাটা
  4. ১ চা চামচ ধনে বাটা
  5. ১ চা চামচ ময়দা
  6. ২ চা চামচলেবুর রস
  7. স্বাদ মতো নুন
  8. ১/২ চা চামচহলুদ গুঁড়ো
  9. ১ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো
  10. ১ টি পেঁয়াজ
  11. স্বাদমতোকাঁচা লঙ্কা
  12. ১ চা চামচজিরে গুঁড়ো
  13. ১/২ চা চামচধনে গুঁড়ো
  14. ১/২ চা চামচ কালো গোলমরিচ গুঁড়ো
  15. প্রয়োজন মতো বেসন
  16. ১ চা চামচ ঘি
  17. পরিমাণ মতো সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

১৩ মিনিট।।
  1. 1

    প্রথমে মাছ গুলি ধুয়ে নিতে হবে।। তারপর তাতে নুন, লেবুর রস, আর অল্প হলুদ দিয়ে মেখে রাখতে হবে।।

  2. 2

    তারপর একটি পেস্ট বানাতে হবে, সেটি হল কয়েকটি আদার টুকরো, কয়েকটি রসুনের টুকরো, কিছু ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিতে হবে।।

  3. 3

    তারপর একটি পাত্রতে ওই পেস্ট টি ঢালতে হবে।। তারপর তাতে ধনে গুরো, জিরে গুরো, কালো গোলমরিচের গুরো, লাল লঙ্কার গুরো, বেসন, ময়দা দিয়ে মেশাতে হবে।।

  4. 4

    তারপর মাছ গুলির গায়ে মশলা গুলি মাখিয়ে নিতে হবে।।

  5. 5

    তারপর কড়াইতে ঘি ও সাদা তেল দিতে হবে।।

  6. 6

    তারপর পেঁয়াজ কুচি দিয়ে একটু বেরেস্তার মতো করতে হবে।।

  7. 7

    তারপর মাছ গুলিকে এপিট ওপিট ভেজে নিতে হবে।।

  8. 8

    বেস তাহলেই রেডি।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Bidisha Ghosh Hansda
Bidisha Ghosh Hansda @Bidisha_9336296
Konnogor
আমি একজন মধ্যবিত্ত পরিবারের মেয়ে। আবার একজন মধ্যবিত্ত পরিবারের বউ। রান্না হল আমার আবেগ। আমার পরিচিতি ❤।
আরও পড়ুন

Similar Recipes