চিকেন বাটার মসালা (chicken butter masala recipe in Bengali)

Sweta Das
Sweta Das @cook_19294114

#GA4
#Week19
এই সপ্তাহে আমি ধাঁধা থেকে বেছে নিয়েছি বাটার মসালা।

চিকেন বাটার মসালা (chicken butter masala recipe in Bengali)

#GA4
#Week19
এই সপ্তাহে আমি ধাঁধা থেকে বেছে নিয়েছি বাটার মসালা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

40 মিনিট
4 জন
  1. 300 গ্রামবোনলেস চিকেন
  2. 3টেবিল চামচ বাটার / মাখন
  3. 2টেবিল চামচ সাদা তেল
  4. প্রয়োজন অনুযায়ীগোটা গরম মশলা
  5. 1/2 চা চামচসা জিরে
  6. 1 টেবিল চামচআদা রসুন বাটা
  7. 2 টুকরোআদা কুচি
  8. 4- 5 টিরসুন কোয়া
  9. 1/2 চা চামচ শাহী গরম মসলা গুঁড়ো
  10. 6-7 টিকাজু বাদাম
  11. স্বাদ মতকাশ্মীরী লঙ্কার গুঁড়ো
  12. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  13. 1/2 চা চামচলঙ্কার গুঁড়ো
  14. 2 টোকাঁচা লঙ্কা
  15. 2 টি মাঝারি টমেটো কুচি
  16. 2 টি বড় পেঁয়াজ কুচি
  17. 1 চিমটিকসুরি মেথি
  18. 2 টেবিল চামচধনেপাতা কুচি
  19. স্বাদ মতোচিনি ও নুন
  20. 1 কাপফ্রেশ ক্রিম

রান্নার নির্দেশ সমূহ

40 মিনিট
  1. 1

    প্রথমে চিকেন আদা রসুন বাটা, নুন ও কাশ্মীরি লঙ্কা দিয়ে ম্যারিনেট করতে হবে

  2. 2

    এরপর কড়াই তে সাদা তেল দিয়ে চিকেন টা ভেজে নিয়ে, বাটার ও তেল দিয়ে গোটা মশলা ফোড়ন দিতে হবে।

  3. 3

    এরপর পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে হবে।

  4. 4

    এরপর টমেটো কুচি ও গোটা আদা রসুন কুচি ও কাজু বাদাম দিয়ে ভাজতে হবে।

  5. 5

    এরপর ওর মধ্যে নুন ও জল দিয়ে সিদ্ধ করে ঠান্ডা হলে মিশ্রণ টি পেস্ট করতে হবে।

  6. 6

    এরপর কড়াই তে বাটার ও তেল দিয়ে কাঁচালঙ্কা দিতে হবে।

  7. 7

    এরপর আদা রসুন বাটা ও কাশ্মীরি লংকার গুঁড়ো দিতে হবে

  8. 8

    ভাজা হলে ওই পেস্ট টা ছেঁকে দিতে হবে

  9. 9

    পেস্ট টা ভালো করে মিশিয়ে চিকেনের টুকরো গুলো দিতে হবে

  10. 10

    এরপর হলুদ, এমনি লঙ্কার গুঁড়ো, নুন, চিনি ও গরম মসলা গুঁড়ো দিতে হবে

  11. 11

    এরপর ফ্রেশ ক্রিম দিতে হবে

  12. 12

    ভালো করে মিশিয়ে কসুরি মেথি ও ধনেপাতা কুচি দিতে হবে।

  13. 13

    আঁচ বন্ধ করে কিছুক্ষন গ্যাসের ওপর রেখে পরিবেশন করতে হবে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sweta Das
Sweta Das @cook_19294114

Similar Recipes