চিকেন বাটার মসালা(Chicken butter masala recipe in bengali)

Nandita Mukherjee
Nandita Mukherjee @cook_nandita7

#CP
চিকেন /পনির রেসিপি চ্যালেঞ্জে আমি চিকেন বাটার মাসালা রেসিপি সহজ পদ্ধতিতে ঘরোয়া উপাদান দিয়ে একদম রেস্তোরাঁর স্বাদে ভরা রেসিপি শেয়ার করছি।

চিকেন বাটার মসালা(Chicken butter masala recipe in bengali)

#CP
চিকেন /পনির রেসিপি চ্যালেঞ্জে আমি চিকেন বাটার মাসালা রেসিপি সহজ পদ্ধতিতে ঘরোয়া উপাদান দিয়ে একদম রেস্তোরাঁর স্বাদে ভরা রেসিপি শেয়ার করছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩৫/৪০ মিঃ
৬ জন
  1. ৭৫০ গ্রাম চিকেন
  2. ১ টেবিল চামচ আদা রসুন বাটা
  3. ৫-৬ টেবিল চামচ টক দই
  4. ২ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো
  5. ১ চা চামচ নুন
  6. ১/২ পাতিলেবুর রস ( এই ৫ টি উপকরণ দিয়ে চিকেন ম্যারিনেট করে রাখুন
  7. ২ টো ছোট পেঁয়াজ বড় টুকরো করে কাটা
  8. ৪ টে মাঝারি টমেটো ছোট ছোট করে কাটা
  9. ১ ইঞ্চি আদা কুচি
  10. ৬-৭ কোয়া রসুন
  11. ২ টেবিল চামচ কসুরি মেথি
  12. ২ টেবিল চামচ কাজু
  13. ১ টেবিল চামচ চারমগজ
  14. ১২-১৪ টা গোটা গোলমরিচ
  15. ২ টো বড় এলাচ
  16. ৩ টে ছোট এলাচ
  17. ৫-৬ টা লবঙ্গ
  18. ১ চা চামচ গোটা জিরে
  19. ৩ টে ছোট টুকরো দারুচিনি
  20. ১/২ জয়িত্রী ফুল
  21. ৫-৬ টা কাশ্মীরী লাল গোটা শুকনো লঙ্কা
  22. ২ টো তেজপাতা
  23. ১ চা চামচ নুন(পেঁয়াজ থেকে নুন পর্যন্ত বাটারে হবে ভাজা)
  24. ২ টেবিল চামচ বাটার
  25. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  26. ২ চা চামচ কাশ্মীরী লঙ্কার গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

৩৫/৪০ মিঃ
  1. 1

    সবার আগে চিকেন পিস্ ভালো করে ধুয়ে নিয়ে চাকু বা ছুরি দিয়ে সব পিস্ গুলোতে অল্প অল্প করে কাট লাগিয়ে নিয়ে ম্যারিনেট করে ২০ মিঃ ঢেকে রাখুন (হাতে সময় থাকলে ২/৩ ঘন্টাও রাখতে পারেন) পেঁয়াজ রসুন টমেটো আদা কুচি করে নিন, গ্যাস অন্ করে লো আঁচে কড়াই বসিয়ে ১ চামচ বাটার দিয়ে গলতে দিন।

  2. 2

    বাটার গলে গেলে সমস্ত উপকরণ দিয়ে দিন, আমার কাছে গোটা কাশ্মীরি লঙ্কা নেই বলে এতেও ১ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। সব কিছু দেড় মিঃ মতো ভেজে নিয়ে ওর মধ্যে দেড় কাপ মতো জল দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে লো আঁচে ঢাকা দিয়ে ৪/৫ মিনিট সবকিছু সেদ্ধ করে নিন। এরপর সেদ্ধ করে ঠান্ডা করে নিয়ে পেস্ট করে ছেঁকে নিন গ্রেভির মসলার জন্য।

  3. 3

    এবার অন্য পাত্রে আরও ১ চামচ বাটার লো আঁচে গলিয়ে নিয়ে ম্যারিনেট করা চিকেন দিয়ে হায় আঁচে ৪/৫ মিঃ ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নিন যতক্ষণ না চিকেনের কালার চেঞ্জ না হচ্ছে। এবার ম্যারিনেট করা বাটির বাকি মসলা চিকেনের মধ্যে দিয়ে লো আঁচে আরও ৬/৭ মিনিট রান্না করে গ্যাস অফ্ করে ঢাকা দিয়ে রাখুন । এবার আর একটা অন্য কড়াই নিয়ে গ্রেভির জন্য যে মসলা রেডি করা হয়েছে সেই মসলার মধ্যে হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো ভালো করে মিশিয়ে মিঃ ৩ ফুটিয়ে নিন

  4. 4

    ৩ মিঃ মতো ভালো করে ফুটিয়ে নেওয়ার পর রোস্ট করা চিকেন পিস্ গুলো একটা একটা করে গ্রেভির মধ্যে দিয়ে লো আঁচে ৩/৪ মিঃ রান্না করে নিয়ে ঢাকা খুলে নুনের পরিমাণ বুঝে নুন ও চিনি দিয়ে দিন এবং ফ্রেশ ক্রিম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাস অফ্ করে নামিয়ে নিন। ধনেপাতা কুচি ইচ্ছে হলে সামান্য দিতে পারেন (optional) দুটো কথা বলে রাখি। একটা -ক্রিম না থাকলে দুধের সর ভালো করে ফেটিয়ে দিন । আমি গরম গরম পরোটার সঙ্গে পরিবেশন করেছি।

  5. 5

    আর ২- একটা চারকোল পুড়িয়ে একটা ছোট বাটিতে করে ওর মধ্যে কয়েকটি লবঙ্গ ও ১ চা চামচ ঘি দিয়ে রোস্টেভ চিকেনের মধ্যে বসিয়ে ঢাকা দিয়ে ১ & ১/২ মিঃ রেখে দিলে খুব সুন্দর একটা স্মোকি গন্ধ আসবে যদিও আমার কাছে চারকোল না থাকায় এমনিই করেছি ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Nandita Mukherjee
Nandita Mukherjee @cook_nandita7

মন্তব্যগুলি

Similar Recipes