বাটার চিকেন মাশালা (butter chicken masala recipe in Bengali)

Peeyaly Dutta
Peeyaly Dutta @cook_26277530

#GA4
#week19
এই সপ্তাহের ধাঁধা থেকে আমি বাটার কে বেছে নিয়েছি। সেই বাটার দিয়ে আমি বানিয়েছি বাটার চিকেন যেটা রুটি বা পরোটা দুটোর সাথেই খেতে ভালো লাগে।

বাটার চিকেন মাশালা (butter chicken masala recipe in Bengali)

#GA4
#week19
এই সপ্তাহের ধাঁধা থেকে আমি বাটার কে বেছে নিয়েছি। সেই বাটার দিয়ে আমি বানিয়েছি বাটার চিকেন যেটা রুটি বা পরোটা দুটোর সাথেই খেতে ভালো লাগে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট
৩ জন
  1. ৫০০ গ্রাম চিকেন
  2. ১ টা বড় পেঁয়াজ
  3. ১ টা টমেটো
  4. ৭ টা কাজুবাদাম
  5. ৬ কোয়া রসুন
  6. ১ টুকরো আদা
  7. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  8. ১/২ চা চামচ লঙ্কার গুঁড়ো
  9. ১/২ চা চামচ জিরা গুঁড়ো
  10. পরিমাণ মতোগোটা গরম মসলা ( দারচিনি,ছোট এলাচ , লবঙ্গ)
  11. ১/২ কাপ সাদা তেল
  12. ২ টেবিল চামচ ফ্রেশ ক্রিম
  13. ৩ চা চামচ বাটার / মাখন
  14. ১ চা চামচকসুরি মেথি
  15. ১/২ চা চামচ গরম মসলার গুঁড়ো
  16. স্বাদ অনুযায়ীনুন চিনি

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট
  1. 1

    প্রথমে চিকেন টা রসুনবাটা, সামান্য তেল, নুন দিয়ে মেরিনেট করে রাখতে হবে এক ঘন্টা । কড়াইতে তেল গরম করে চিকেন গুলো ভাল করে ভেজে নিতে হবে।

  2. 2

    এবার প্যান এ অল্প তেল দিয়ে পেঁয়াজ, টমেটো,রসুন,আদা কাজুবাদাম, ভাল করে ভেজে নিতে হবে, খুব লাল করে ভাজার দরকার নেই। এবার ঠাণ্ডা হলে এটাকে মিক্সিতে পেস্ট করে নিতে হবে।

  3. 3

    এবার কড়াইতে বাটার ও সাদা তেল দিয়েগোটা গরম মসলা ফোড়ন দিয়ে প্রথমে এই পেস্ট টা দিয়ে দিতে হবে । ভালো করে কষাতে হবে ।কষানো হয়ে গেলে এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কাগুঁড়ো, জিড়ে গুড়ো,নুন,চিনি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে চিকেন টা দিয়ে দিতে হবে চিকেন একটু নাড়াচাড়া করে এর মধ্যে পরিমাণমতো গরম জল দিয়ে দিতে হবে। মাংস সেদ্ধ হয়ে এলে গোটা গরম মসলা,ও কসুরি মেথি দিয়ে নামিয়ে নিতে হবে।

  4. 4

    নামিয়ে উপর ফ্রেশ ক্রিম ছড়িয়ে রুটি বা পরোটার সাথে পরিবেশন করুন বাটার চিকেন মাসালা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Peeyaly Dutta
Peeyaly Dutta @cook_26277530

Similar Recipes