পান লস্যি (Paan lassi recipe in bengali)

Supriti Paul
Supriti Paul @cook_26208681

#দইএর
এই গরমে দই ও পান দিয়ে তৈরী ঠান্ডা ঠান্ডা পান লস্যি খেলে প্রাণটা জুড়িয়ে যায় । অতিরিক্ত গরমে লস্যি খেলে শরীরও ঠান্ডা থাকে, ক্লান্তি কিছুটা হলেও কমে ।

পান লস্যি (Paan lassi recipe in bengali)

#দইএর
এই গরমে দই ও পান দিয়ে তৈরী ঠান্ডা ঠান্ডা পান লস্যি খেলে প্রাণটা জুড়িয়ে যায় । অতিরিক্ত গরমে লস্যি খেলে শরীরও ঠান্ডা থাকে, ক্লান্তি কিছুটা হলেও কমে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

10 মিনিট
2 জন
  1. 2 কাপদই
  2. 4 টিগোটা মিঠা পাতা পান
  3. 6 টিকাজুবাদাম জলে ভেজানো
  4. 1 চা চামচচাটমশলা
  5. 2টেবিল চামচ চিনি
  6. 1 চা চামচমৌরি ভেজে গুঁড়ো করা
  7. 1/2 চা চামচবিট নুন
  8. 2 টিপান সাজানোর জন্য
  9. 2 কাপঠাণ্ডা জল
  10. 4 টিআইস কিউব

রান্নার নির্দেশ সমূহ

10 মিনিট
  1. 1

    মিঠা পাতা পান ছোটো করে কুচিয়ে নিতে হবে ।

  2. 2

    একটি মিক্সি জারে পান কুচি, চিনি, চাট মশলা, মৌরীগুঁড়ো, বিট নুন,কাজুবাদাম ও দু কাপ ঠান্ডা জল দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে ।

  3. 3

    ঐ মিশ্রণ অন্য পাত্রে ঢেলে নিয়ে আবার মিক্সিতে দই ও আইস কিউব দিয়ে আর একবার ব্লেন্ড করে নিতে হবে ।

  4. 4

    এবার দই এর মিশ্রণের সাথে আগের মিশ্রণ মিশিয়ে আর একবার সব একসাথে ঘুরিয়ে নিতে হবে ।

  5. 5

    সার্ভিং গ্লাসে ঢেলে ঠান্ডা ঠান্ডা পান লস্যি সার্ভ করতে হবে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Supriti Paul
Supriti Paul @cook_26208681

Top Search in

Similar Recipes