রেসিপি এডিট করুন
See report
শেয়ার

উপকরণ

30 মিনিট
2 জন
  1. 6পিসচিকেন
  2. 3টেবিল চামচ ময়দা
  3. 1টেবিল চামচ কর্ন ফ্লৌর
  4. 1 চা চামচলাল লঙ্কা গুঁড়ো
  5. 1/2 চা চামচরসুন পাউডার
  6. 1/2 চা চামচমিক্সাড হার্বস
  7. স্বাদ মতনুন
  8. প্রয়োজন মতভাজার জন্য তেল
  9. 2টেবিল চামচ টমেটো সস
  10. 2টেবিল চামচ রেড চিল্লি সস
  11. 1 চা চামচসোয়া সস
  12. 1টেবিল চামচ মধু

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    উইংস গুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখতে হবে শুকিয়ে নেবার জন্য।

  2. 2

    এবার পাত্রে ময়দা, কর্ন ফ্লাওযার, নুন, লঙ্কা, রসুন পাউডার ও মি
    মিক্সাড হার্ব ভালো করে মিশিয়ে রাখতে হবে।

  3. 3

    এবার উইংস গুলো এই মিশ্রণ এ ভালো করে মাখিয়ে নিয়ে গরম তেলে ভাজতে দিতে হবে।

  4. 4

    এবার একটি পাত্রে 1/2 চা চামচ তেল গরম করে তাতে সব সস দিয়ে শেষে মধু মিশতে হবে। সব মিশে গেলে ভেজে রাখা উংশ গুণ এই সস এ দিয়ে ভালো করে নেদে গায়ে মাখিয়ে নিতে হবে। এবার আঁচ বন্ধ করে গরম পরিবেশন করুন চিকেন চটপট

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

মন্তব্যগুলি

দ্বারা রচিত

Shyamal Mondal
Shyamal Mondal @cook_29286746

Similar Recipes