চিলি চিকেন (chili chicken recipe in Bengali)

Shuvra Mazumder
Shuvra Mazumder @cook_20837582

#lockdown recipe

চিলি চিকেন (chili chicken recipe in Bengali)

#lockdown recipe

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 500 গ্রামচিকেন
  2. 1টেবিল চামচআদা ও রসুন বাটা
  3. 3 টাপেঁয়াজ
  4. 1টি ক্যাপসিকাম
  5. 2টেবিল চামচসোয়া সস
  6. 2টেবিল চামচ রেড চিলি সস
  7. 2টেবিল চামচটম্যাটো কেচাপ
  8. 1টেবিল চামচকর্ন ফ্লাওয়ার
  9. 1টেবিল চামচ ভিনিগার
  10. 1 চা চামচগোল মরিচের গুঁড়ো
  11. 2 টেবিল চামচময়দা
  12. 1টিডিম
  13. 2টি কাঁচা লঙ্কা
  14. প্রয়োজন অনুযায়ী সাদা তেল
  15. স্বাদ অনুযায়ী নুন

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে একটা বোল নিয়ে তাতে চিকেন, গোল মরিচ গুঁড়া, লবন, আদা ও রসুন বাটা, সোয়া সস, কর্ন ফ্লাওয়ার, ময়দা, ডিম দিয়ে ভালোকরে মিশিয়ে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখতে হবে।

  2. 2

    এরপর গ্যাস অন করে একটা ফ্রয়িংপ্যান এ সাদা তেল গরম হলে ম্যারিনেট করা চিকেন গুলো ভেজে নিতে হবে। তারপর আবার একটু তেল ফ্রয়িং প্যান এ দিয়ে গরম হলে আদা, রসুন, কাঁচা লঙ্কা, দিয়ে একটু নাড়াচাড়া করে পেঁয়াজ ও ক্যাপসিকাম দিয়ে মোটামুটি ভেজে নিতে হবে।

  3. 3

    এরপর সোয়া সস, টম্যাটো কেচআপ, রেড চিলি সস, লবন, ভিনিগার,দিয়ে ভালোকরে মেশাতে হবে। তারপর একটু জল এ কর্ণ ফ্লাওয়ার গুলে মিশিয়ে দিতে হবে। তারপর সব শেষে চিকেন দিয়ে রান্না করে নিলেই তৈরি চিলি চিকেন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shuvra Mazumder
Shuvra Mazumder @cook_20837582

Similar Recipes