ভেজ চিকেন ম্যাকরনি(veg chicken macaroni recipe in Bengali)

Runu Chowdhury
Runu Chowdhury @cook_20969727

#ইভিনিং স্ন্যাক্স
লকডাউন এ বাড়ীতে একটু একটু বেঁচে যাওয়া সামগ্রী দিয়ে বানিয়ে ফেললাম ইভনিং স্ন্যাকস। পরিবারের সদস্য রা খেয়ে ভালো ই বলেছেন।

ভেজ চিকেন ম্যাকরনি(veg chicken macaroni recipe in Bengali)

#ইভিনিং স্ন্যাক্স
লকডাউন এ বাড়ীতে একটু একটু বেঁচে যাওয়া সামগ্রী দিয়ে বানিয়ে ফেললাম ইভনিং স্ন্যাকস। পরিবারের সদস্য রা খেয়ে ভালো ই বলেছেন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট
৩জনের
  1. ১কাপসেদ্ধ ম্যাকারনি
  2. ৪ টুকরোচিকেন সিদ্ধ
  3. ১ টা ক্যাপ্সিকাম
  4. ১/২ কাপগাজরের স্লাইস
  5. ১ টিমাঝারি পেঁয়াজ চৌকো করে কাটা
  6. ১/২ কাপকর্ন (ফ্রোজেন)
  7. ১ টেবিল চামচচিলি সস
  8. ১টেবিল চামচসোয়া সস
  9. ২ টেবিল চামচটমেটো সস
  10. ১টিচিজ কিউব
  11. ২ টেবিল চামচ সাদা তেল
  12. ১/২ চা চামচচিলি ফ্লেক্স
  13. ১ চিমটিমিক্সড হার্বস
  14. ১ টেবিল চামচম্যাগি মসলা
  15. ১/২ চা চামচগোলমরিচ গুঁড়ো
  16. স্বাদ অনুযায়ীনুন

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট
  1. 1

    কড়া তে তেল গরম করে পেঁয়াজ কুচি, মিক্স হর্বস, ক্যাপ্সিকাম কুচি, গাজর স্লাইস কাটা, কর্ন, চিকেন সিদ্ধ দিয়ে ২/৩ মিনিট নাড়া চাড়া করে নিতে হবে।

  2. 2

    এবার সমস্ত সস, গোলমরিচ গুঁড়ো, ম্যাগি মসলা, চিলি ফ্লেক্স যোগ করতে হবে।

  3. 3

    ম্যাকারনি সিদ্ধ দিয়ে ভালো করে মেশাতে হবে।

  4. 4

    এখন একটি মাইক্রোওয়েভ প্রুফ ডিশে ঢেলে ওপর থেকে চীজ গ্রেট করে মাইক্রোওয়েভ ওভেনে ২ মিনিট কুক মোড এ কুক করে নিতে হবে। তৈরি হয়ে গেল ভেজ চিকেন ম্যাকারনি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Runu Chowdhury
Runu Chowdhury @cook_20969727
আমি রান্না নিয়ে অনেক রকম ঘরোয়া গবেষনা করতে ভালোবাসি। প্রথাগত রান্না আমার খুবই প্রিয়। রান্নাবান্না আমার কয়েকটি সখের মধ্যে অন্যতম একটি।
আরও পড়ুন

Similar Recipes