মিল্কমেড ব্রাউনি (milkmaid brownie recipe in Bengali)

Sanchita Das
Sanchita Das @cook_SanchitaDas30
Bhubaneswar

মিল্কমেড ব্রাউনি (milkmaid brownie recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০ মিনিট
৪ জনের জন্য
  1. ৩/৪ কাপ ময়দা
  2. ১৫০ গ্রাম মিল্কমেড
  3. ১০০ গ্রাম সল্টেড বাটার
  4. ১/২ কাপ চিনি গুঁড়ো
  5. ১ চা চামচ বেকিং পাউডার
  6. ১/৩ কাপ কোকোয়া পাউডার
  7. ১ চা চামচ ভ্যানিলা এসেন্স
  8. পরিমাণ মতোকাজু আমন্ড কুচি
  9. ১ চা চামচ সাদা চকোলেট চিপস

রান্নার নির্দেশ সমূহ

৪০ মিনিট
  1. 1

    বাটিতে বাটার ও কনডেন্সড মিল্ক দিয়ে ৪০ সেকেন্ড হাই মাইক্রো করে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনি ও ভ্যানিলা এসেন্স দিয়ে মিশিয়ে নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। কোকোয়া পাউডার,ময়দা ও বেকিং পাউডার দিয়ে মিশিয়ে নিতে হবে ভালো করে।

  2. 2

    ১/৩ কাপ ঈষৎ উষ্ণ জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। উপরে কাজুবাদাম, আমন্ড বাদাম কুচি ও চকোলেট চিপস্ দিয়ে একটু ট্যাপ করে নিতে হবে। ১৮০°© এ প্রি হিটেড ওভেনে কনভেকশন মোডে ৪০ মিনিট বেক করতে হবে।

  3. 3

    ঠান্ডা হলে ডিমোল্ড করে কেটে নিতে হবে। পরিবেশনের জন্য তৈরি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sanchita Das
Sanchita Das @cook_SanchitaDas30
Bhubaneswar

Top Search in

Similar Recipes