রাবড়ি (Rabdi Recipe In Bengali)

Rubia Begam
Rubia Begam @cook_200789

#খুশিরঈদ
ঈদ উপলক্ষ্যে বাড়িতে বিভিন্ন রকম মিষ্টি করা হয়।এবারে আমি রাবড়ি করেছিলাম।তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম।

রাবড়ি (Rabdi Recipe In Bengali)

#খুশিরঈদ
ঈদ উপলক্ষ্যে বাড়িতে বিভিন্ন রকম মিষ্টি করা হয়।এবারে আমি রাবড়ি করেছিলাম।তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘন্টা ৩০ মিনি
৪ জন
  1. ১ লিটার ফুল ফ্যাট তরল দুধ
  2. ৪ টেবিল চামচ চিনি
  3. প্রয়োজন মত আমন্ড
  4. প্রয়োজন মত পেস্তা
  5. ২ টি ছোট এলাচ
  6. ২ টেবিল চামচ পাউডার দুধ

রান্নার নির্দেশ সমূহ

১ ঘন্টা ৩০ মিনি
  1. 1

    দুধ প্যানে বসিয়ে গ্যাস জ্বালিয়ে নিতে হবে।চিনি মেপে নিতে হবে।আমন্ড ছোট করে কেটে হবে।

  2. 2

    দুধ ফুটে উঠলে গ্যাসের আঁচ কমিয়ে দিতে হবে।তারপর দুধে যে সর পড়বে সেটা একটু পর পর ননস্টিক প্যানের গায়ে সরিয়ে দিতে হবে।

  3. 3

    এইভাবে প্রায় ১ ঘন্টা মতো দুধ আস্তে আস্তে নাড়তে হবে এবং যে সর পড়বে তা সরিয়ে দিতে হবে ।দুধ অর্ধেক হয়ে গেলে তারপর চিনি ও পাউডার দুধ এবং এলাচ দিতে হবে।

  4. 4

    এরপর নামিয়ে নিতে হবে।তারপর আমন্ড দিয়ে সাজিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Rubia Begam
Rubia Begam @cook_200789

Similar Recipes