দই মাছ (doi mach recipe in bengali)

Piyali Kundu Hazra
Piyali Kundu Hazra @cook_25568157

দই মাছ (doi mach recipe in bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ঘন্টা
৪জন
  1. ১০০গ্রাম টক দই
  2. ৪ টুকরো রুই মাছ
  3. ১টি ছোট পেঁয়াজ বাটা
  4. ১ চা চামচ আদা রসুন বাটা
  5. ১/২ চা চামচহলুদ গুঁড়ো
  6. ১ চা চামচ নুন
  7. ১ চা চামচ চিনি
  8. ১ চা চামচ লঙ্কা গুঁড়ো
  9. ১ চা চামচ কাশ্মীরী লঙ্কা গুঁড়ো
  10. প্রয়োজন অনুযায়ীগোটা গরম মশলা
  11. ৪টেবিল চামচ সর্ষে তেল

রান্নার নির্দেশ সমূহ

১ঘন্টা
  1. 1

    মাছ গুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখতে হবে।

  2. 2

    একটি পাত্রে টক দই,আদা রসুন বাটা,পিয়াজ বাটা,শুকনো গুঁড়ো মসলা,চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে।

  3. 3

    ওই মিশ্রণে মাছ এর টুকরো গুলো দিয়ে ম্যারিনেট করে ১ঘন্টা রাখতে হবে।

  4. 4

    কড়াইতে তেল গরম হলে গরম মসলা ফোড়ন দিয়ে মারিনিয়েশন থেকে মাছ গুলো তুলে ভেজে নিতে হবে।

  5. 5

    তার পর মাছ গুলো তুলে বাকি মিশ্রণ টি ঢেলে দিতে হবে। একটু কসিয়ে নিয়ে তার মধ্যে ভাজা মাছ গুলো আর নুন দিয়ে পরিমাণ মতো জল দিয়ে চাপা দিতে হবে।

  6. 6

    ১৫মিনিট পর নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করুন। রেডি টক ঝাল মিষ্টি দই মাছ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Piyali Kundu Hazra
Piyali Kundu Hazra @cook_25568157

মন্তব্যগুলি

Similar Recipes