শাহী টুকরা (sahi tukra recipe in Bengali)

Peeyaly Dutta
Peeyaly Dutta @cook_26277530

#খুশিরঈদ
ঈদ উপলক্ষ্যে আমি বানিয়েছি শাহী টুকরা।

শাহী টুকরা (sahi tukra recipe in Bengali)

#খুশিরঈদ
ঈদ উপলক্ষ্যে আমি বানিয়েছি শাহী টুকরা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট
৬ জন
  1. ১ প্যাকেট পাউরুটি
  2. ১ প্যাকেট দুধ
  3. ২০০ গ্রাম কনডেন্স মিল্ক
  4. ২ চা চামচ পেস্তা কুচি
  5. ১ চা চামচচেরি
  6. ২ চা চামচ আমন্ড কুচি
  7. ১ কাপ সাদা তেল
  8. ১ চা চামচ চিনি
  9. ২ টি এলাচ
  10. সিরার জন্য:
  11. ২ কাপ চিনি
  12. ২ কাপ জল
  13. ২ টি এলাচ

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট
  1. 1

    প্রথমে দুধ গরম করে ঘন করে নিতে হবে। দুধ ঘন হয়ে এলে এর মধ্যে দুটো থেঁতো করা এলাচ,কনডেন্স মিল্ক,চিনি, দিয়ে দিতে হবে । মিশ্রন ঘন হয়ে এলে নামিয়ে নিতে হবে।

  2. 2

    একটা পাত্রে জল,চিনি, এলাচ দিয়ে ফুটিয়ে একটা সিরা বানাতে হবে।

  3. 3

    এবার কড়াইতে সাদা তেল গরম করে ব্রেড গুলো দুপাশ লাল করে ভেজে নিতে হবে। সবগুলো ভাজা হয়ে গেলে এবার এইগুলো রসে দিতে হবে।

  4. 4

    এবার ব্রেড গুলো রস থেকে চেপে চেপে তুলে একটা চৌকো বাটিতে সেট করে দিতে হবে। পুরোটা সেট করা হয়ে গেলে এর উপরে ক্রিমটা ঢেলে দিতে হবে।এবার উপর থেকে পেস্তা,চেরি,আমন্ড, ছড়িয়ে ফ্রিজে রেখে দিতে হবে ২ ঘণ্টা । ফ্রিজ থেকে বের করে কেটে কেটে পরিবেশন করুন শাহীটুকরা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Peeyaly Dutta
Peeyaly Dutta @cook_26277530

Similar Recipes