রসগোল্লা(Rasgulla recipe in Bengali)

Pratiti Dasgupta Ghosh
Pratiti Dasgupta Ghosh @cook_23562002

#খুশিরঈদ
যে কোন ধরনের ধর্মীয় অনুষ্ঠান এবং আনন্দের অনুষ্ঠানে মিষ্টি মুখ সবার হয়েই থাকে। সেই কথাটাই মাথায় রেখেই আমি এই রসগোল্লা বানানোর প্রচেষ্টা করেছি ।

রসগোল্লা(Rasgulla recipe in Bengali)

#খুশিরঈদ
যে কোন ধরনের ধর্মীয় অনুষ্ঠান এবং আনন্দের অনুষ্ঠানে মিষ্টি মুখ সবার হয়েই থাকে। সেই কথাটাই মাথায় রেখেই আমি এই রসগোল্লা বানানোর প্রচেষ্টা করেছি ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০ মিনিট
৬ জনের জন্য
  1. ১ লিটার দুধের ছানা
  2. ৬ টি ছোট এলাচ
  3. ২ কাপ চিনি সিরা তৈরির জন্য
  4. ২ কাপ জল সিরা তৈরির জন্য
  5. ২ চা চামচ ময়দা
  6. ২ টি ছোট লেবুর রস

রান্নার নির্দেশ সমূহ

৪০ মিনিট
  1. 1

    প্রথমে দুধ টা কে জালে বসিয়ে এক বার ফুটিয়ে নিয়ে লেবুর রস দিয়ে ছানা তৈরী করার পর ছানা টা কে ঠান্ডা জল দিয়ে ধুয়ে, একটা পাতলা কাপড়ের ওপর ঢেলে দিতে হবে ও আধা ঘন্টার জন্য জল ঝড়ানোর জন্য রেখে দিতে হবে

  2. 2

    এবার আধা ঘন্টার পর একটা থালার ওপর নিতে হবে। তারপর ছানার মধ্যে ময়দা টা মিশিয়ে হাত দিয়ে ক্রমাগত চটকাতে হবে যতক্ষণ পর্যন্ত একদম নরম না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ডলতে হবে যখন হাতের তলা তে আর ছানা লাগবে তখন বোঝা যাবে ছানার ডো তৈরী হয়ে গেছে। এবার তার থেকে ছোট ছোট গোল বল তৈরী করে নিতে হবে।

  3. 3

    এবার কড়া তে জল ও চিনি দিয়ে ছোট এলাচ গুলো দিতে হবে, তারপর ফুটে উঠলে ছানার বল গুলো দিতে হবে ও ঢাকা চাপা দিয়ে দশ মিনিটের জন্য ভালো আঁচে ফুটতে দিতে হবে। তারপর ঢাকা সরিয়ে একটু নেড়ে আবার ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট এর জন্য কম আঁচে বসিয়ে রাখতে হবে। এর পর গ্যাস বন্ধ করে দিয়ে, দশ মিনিটের জন্য রেখে দিতে হবে। তারপর গরম গরম রসগোল্লা পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Pratiti Dasgupta Ghosh
Pratiti Dasgupta Ghosh @cook_23562002

মন্তব্যগুলি

Similar Recipes