কাশ্মীরী পোলাও (Kashmiri pulao recipe in Bengali)

Arpita Debnath
Arpita Debnath @cook_29162496

#Foodyy_Bangali_cookpad 
পোলাও খেতে আমাদের সবার বেশ ভালই লাগে। কিন্তু কাশ্মীরি পোলাও খাবারের একটি অন্যরকম স্বাদ আনে। এটি একটি অত্যন্ত সুস্বাদু খাবার।নিরামিষের দিনে বা কোন আমিষ আইটেমের সঙ্গেও খুব ভালো লাগে এই পোলাও। আপনারাও খুব সহজে খুব অল্প জিনিস দিয়েই বানিয়ে নিতে পারেন এই সুন্দর রেসিপি।

কাশ্মীরী পোলাও (Kashmiri pulao recipe in Bengali)

#Foodyy_Bangali_cookpad 
পোলাও খেতে আমাদের সবার বেশ ভালই লাগে। কিন্তু কাশ্মীরি পোলাও খাবারের একটি অন্যরকম স্বাদ আনে। এটি একটি অত্যন্ত সুস্বাদু খাবার।নিরামিষের দিনে বা কোন আমিষ আইটেমের সঙ্গেও খুব ভালো লাগে এই পোলাও। আপনারাও খুব সহজে খুব অল্প জিনিস দিয়েই বানিয়ে নিতে পারেন এই সুন্দর রেসিপি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

সব মিলিয়ে এক ঘন্টা থেকে ১ ঘন্টা
চার জন
  1. ২কাপ বাসমতী চাল
  2. ১ চিমটি জাফরান-
  3. ১০-১২টা কিসমিস
  4. ৮-১০টা কাজুবাদাম
  5. ১০০ গ্রাম পনির
  6. ২ টি এলাচ
  7. ২ চা চামচ ঘি
  8. ২ চা চামচ সাদা তেল
  9. ৬ -৭টি লবঙ্গ
  10. ৩-৪টি এলাচ
  11. ১/৪ জয়িত্রী
  12. ২টুকরো দারুচিনি
  13. ২টি স্টার অ্যানিস
  14. ২টি তেজপাতা
  15. ১চা চামচ আদা গুঁড়ো
  16. ২চা চামচ মৌরি গুঁড়ো
  17. ২ কাপ দুধ

রান্নার নির্দেশ সমূহ

সব মিলিয়ে এক ঘন্টা থেকে ১ ঘন্টা
  1. 1

    ১) প্রথমে বাসমতী চালগুলিকে খুব ভালো করে কয়েকবার জলে ধুয়ে নিয়ে তারপর ৩০ মিনিট জলে ভিজিয়ে রাখুন। তারপর সেগুলিকে একটি পাত্রে জল ঝরিয়ে রাখবো।

  2. 2

    ২) এবার ২ চামচ ঘি আর দুই চামচ সাদা তেল দিয়ে তারমধ্যে কাজুবাদাম, কিসমিস এগুলি ভেজে তুলে নেব।

  3. 3

    ৩) এক কাপ ঈষদুষ্ণ গরম দুধে খানিকটা জাফরান গুলে রাখতে হবে।

  4. 4

    ৪) এবার কড়াইতে পনির টুকরো করে কেটে অল্প লবণ মাখিয়ে ভেজে নেব।

  5. 5

    ৫) এরপর ওই তেল এর মধ্যেই তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, একটু জয়ত্রী ভেঙে দিয়ে মসলা গরম হওয়ার পর চালগুলো ওর মধ্যে ভেজে নেব।

  6. 6

    ৬) এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ আদার গুড়ো।যদি আদাগুড়ো না থাকে তবে আদা বাটা বা আদার রস ব্যবহার করা যেতে পারে।

  7. 7

    ৭) চাল ভালো করে ভাজা হয়ে গেলে, যে কাপ মেপে চাল নেওয়া হয়েছিল সেই কাপের দ্বিগুণ পরিমাণ তরল ব্যবহার করতে হয়। এখানে আমরা দুই কাপ গরম জল, এক কাপ জাফরান গোলা দুধ, আরো এক কাপ দুধ ঢেলে দেবো। ভালো করে চালের সঙ্গে দুধ, জল মিশিয়ে, পরিমান মত লবণ দিয়ে গ্যাসের ফ্লেম হাই তে দিয়ে ফুটতে দিতে হবে।এরপর ফুটে উঠলে লোতে করে গ্যাস ১০ মিনিট ঢাকনা বন্ধ করে রাখতে হবে.

  8. 8

    ৮) গ্যাস বন্ধ করে ঢাকনা খুলে চাল গুলোকে একটু নাড়িয়ে দিয়ে দিয়ে দেবো ভেজে রাখা কাজুবাদাম, কিসমিস, শুকনো খোলায় ভাজা মৌরি গুঁড়ো। ঢাকনা বন্ধ করে আবার ১০ মিনিট। তৈরি ঝরঝরে কাশ্মীরি পোলাও। এবার পছন্দমত ফল দিয়ে সাজিয়ে দিলেই তৈরি কাশ্মীরি পোলাও। আমি এখানে আঙুর ও বেদানা দিয়েছি। এইভাবে ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Arpita Debnath
Arpita Debnath @cook_29162496

মন্তব্যগুলি

Swati Bharadwaj
Swati Bharadwaj @explorefoodwithSwati
Bhalo hoyeche tomar recipe ta👌
Chaliye jao👏Amar recipe gulow somay pele dekhe like ar comment dio🌷ar pochondo hole onusoron 🌺

Similar Recipes