রসগোল্লা (Rasgulla recipe in Bengali)

Mrinalini Saha
Mrinalini Saha @9856mili

#ফেব্রুয়ারি৫
ডেজার্ট রেসিপি প্রতিযোগিতা
ডেজার্ট প্রতিযোগিতা থেকে আমি রসগোল্লাকে বেছে নিলাম কারণ রসগোল্লা আমার ভীষণ প্রিয় একটি মিষ্টি 😍আর শুধু আমি কেন আমার মনে হয় ছোট বড় সবাই রসগোল্লা খেতে ভালবাসে । কোনও উৎসব অনুষ্ঠানে খাওয়ার শেষ পাতে রসগোল্লা না হলে ঠিক যেন জমে না মনে হয় যেন অসম্পূর্ণ রয়ে গেল খাওয়াটা 😀আর কোনও নূতন আত্মীয় স্বজনদের মিষ্টি মুখ করাতে হলেও আমরা বাঙালিদের সবার আগে রসগোল্লার কথাই মনে আসে । এটা ছাড়া যেন ভাবা যায় না একদম টুরু লাভ যাকে বলে 😀এ স্বাদের ভাগ হবে না 😍

রসগোল্লা (Rasgulla recipe in Bengali)

#ফেব্রুয়ারি৫
ডেজার্ট রেসিপি প্রতিযোগিতা
ডেজার্ট প্রতিযোগিতা থেকে আমি রসগোল্লাকে বেছে নিলাম কারণ রসগোল্লা আমার ভীষণ প্রিয় একটি মিষ্টি 😍আর শুধু আমি কেন আমার মনে হয় ছোট বড় সবাই রসগোল্লা খেতে ভালবাসে । কোনও উৎসব অনুষ্ঠানে খাওয়ার শেষ পাতে রসগোল্লা না হলে ঠিক যেন জমে না মনে হয় যেন অসম্পূর্ণ রয়ে গেল খাওয়াটা 😀আর কোনও নূতন আত্মীয় স্বজনদের মিষ্টি মুখ করাতে হলেও আমরা বাঙালিদের সবার আগে রসগোল্লার কথাই মনে আসে । এটা ছাড়া যেন ভাবা যায় না একদম টুরু লাভ যাকে বলে 😀এ স্বাদের ভাগ হবে না 😍

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1ঘন্টা
10জনের জন্য
  1. 1 লিদুধ
  2. 1 কাপটকদই
  3. 1 চা চামচঘী
  4. 1 চা চামচময়দা
  5. 1 কাপচিনি
  6. 5 কাপজল
  7. 4 টেএলাচ
  8. 2 চিমটিবেকিংপাউডার

রান্নার নির্দেশ সমূহ

1ঘন্টা
  1. 1

    দুধ প্রথমে জাল দিয়ে পাক উঠলে দই দিয়ে হাতা দিয়ে নেড়ে দিলে কিছুক্ষণের মধ্যে দুধ ফেটে ছানা হয়ে যাবে

  2. 2

    তারপর এই ছানা ছাঁকনি দিয়ে ছেঁকে একটি নরম পাতলা সাদা কাপড়ে নিয়ে পুঁটলি বেধে ঝুলিয়ে রাখি কিছুক্ষণ

  3. 3

    তারপর সমস্ত জল ঝড়ে পড়ে গেলে ছানা পুঁটলি থেকে বের করে থালায় নিয়ে ছানাতে ঘী 1/2 চামচ চিনি আর ময়দা দিয়ে কচলিয়ে ভাল করে মিশিয়ে 5মিনিট মেখে রেখে বেকিংপাউডার দিয়ে আরও 3মিনিট মেখে একটা নরম মোলায়েম ডো বানিয়ে রাখি

  4. 4

    তারপর কড়াইতে জল আর চিনি দিয়ে নেড়ে গ্যাসে বসিয়ে ফুটে ঘন হয়ে আসলে এলাচের গুঁড়ো দিয়ে তৈরী করে রাখি সিরা

  5. 5

    তারপর ছানার ডো থেকে ছোট ছোট লেচি কেটে হাল্কা হাতে ছোট ছোট গোল্লা বানিয়ে রাখি যাতে গোল্লাতে কোনও ফাটল না থাকে

  6. 6

    তারপর ফুটন্ত সিরাতে সবগুলি গোল্লা বা বল ঢেলে দিয়ে ঢাকা দিয়ে রাখি 15মিনিট হাই ফ্লেমে

  7. 7

    তারপর 15মিনিট পর ঢাকা খুলে হাতা দিয়ে হাল্কা ভাবে নেড়েচেড়ে আবার ঢাকা দিয়ে রাখি 20মিনিট মিডিয়াম আচে

  8. 8

    তারপর ঢাকা খুলে নেড়েচেড়ে রসগোল্লা ফুলে আর রঙটা পাল্টিয়ে হাল্কা লালচে ভাব হলে বুঝতে হবে রসগোল্লা তৈরী ।তখন গ্যাস বন্ধ করে 1ঘন্টা ঢাকা দিয়ে রাখি এমনিভাবেই ।তারপর তৈরী হয়ে গেল হাল্কা গরম রসগোল্লা 😋তারপর সাজিয়ে পরিবেশন 😊

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Mrinalini Saha
Mrinalini Saha @9856mili

Similar Recipes