রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

6মিনিট
2জন
  1. 1 টা গোটা মুসাম্বি
  2. 1 টা গোটা শসা
  3. 1 টা গোটা কলা
  4. 1 চিমটি বিট নুন
  5. 1 চিমটি চাট মসলা

রান্নার নির্দেশ সমূহ

6মিনিট
  1. 1

    প্রথমে সব ফল গুলো ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর শসার খোসা ছাড়িয়ে লম্বা করে দুই ভাগ করে পাতলা পাতলা স্লাইস কেটে নিয়েছি। আর মসম্বী লম্বা করে 8 টুকরো করে নিয়েছি। এবার এর মধ্যে নুন আর চাট মশলা মাখিয়ে নিয়েছি।

  2. 2

    কলা খোসা ছাড়িয়ে লম্বা করে দুই ভাগে কেটে নিয়েছি।

  3. 3

    এইবার ছোট ছোট পিস করে সাজিয়ে নিয়েছি। দেখে মনে হয় গাছের কাণ্ড।

  4. 4

    এইবার শসা দিয়ে পাতা আর মোসম্বি দিয়ে মাটি বানিয়ে সালাদটি দুটি গাছের আকার দেওয়ার চেষ্টা করেছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sneha Banerjee
Sneha Banerjee @Sneha_foodshop
Sneha Banerjee Akhansha,P-45/1C, Ramnarayan Pally,Behala Malirmat KOLKATA, WEST BENGAL 700061 India

মন্তব্যগুলি

Similar Recipes