ফ্রুট স্যালাড (Fruit salad recipe in Bengali)

Srilekha Banik
Srilekha Banik @cook_21083076

#wfs
# fruit salad স্পেশাল
আমি এখানে ফ্রুট স্যালাড হিসাবে নানারকম সময়ের ফল যা হাতের কাছে রয়েছে তাই দিয়ে আমার রেসিপি বানানোর চেষ্টা করেছি | এখানে কলা , আঙ্গুর ,খেজুর শসা , বেদনা , অনারস , আম, টুকরা করে তাতে পাতিলেবুর রস ,বীট লবণ ,গোলমরিচ ও চাট মশলা দিয়ে মেখে পরিবেশন করেছি | গরম কালে ফল আমাদের শরীর কে শীতল রাখে , শরীরে জলের অভাব পূরণ করে ,রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, শরীরে পুষ্টি জোগায় | ফলের স্যালাড তাই আমাদের রোজকারের খাদ্য তালিকায় রাখা খুবই প্রয়োজনীয় |

ফ্রুট স্যালাড (Fruit salad recipe in Bengali)

#wfs
# fruit salad স্পেশাল
আমি এখানে ফ্রুট স্যালাড হিসাবে নানারকম সময়ের ফল যা হাতের কাছে রয়েছে তাই দিয়ে আমার রেসিপি বানানোর চেষ্টা করেছি | এখানে কলা , আঙ্গুর ,খেজুর শসা , বেদনা , অনারস , আম, টুকরা করে তাতে পাতিলেবুর রস ,বীট লবণ ,গোলমরিচ ও চাট মশলা দিয়ে মেখে পরিবেশন করেছি | গরম কালে ফল আমাদের শরীর কে শীতল রাখে , শরীরে জলের অভাব পূরণ করে ,রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, শরীরে পুষ্টি জোগায় | ফলের স্যালাড তাই আমাদের রোজকারের খাদ্য তালিকায় রাখা খুবই প্রয়োজনীয় |

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫ মিনিট
১জন
  1. ১টি কলা
  2. ১টি শসা
  3. ২-৩ টি খেজুর
  4. ৪-৫ টি আঙ্গুর
  5. ১টি ছোট আম
  6. ৫-৬ চা চামচ আনার দানা
  7. ১টুকরা আনারস
  8. ২ চা চামচ পাতি লেবুর রস
  9. ১ চা চামচ বীট লবণ
  10. ১ চা চামচ চাট মশলা
  11. ১ চা চামচ গোলমরিচ

রান্নার নির্দেশ সমূহ

১৫ মিনিট
  1. 1

    প্রথমে সব ফল গুলি ভালো মত ধুয়ে,পছন্দ মত সাইজে কেটে নিতে হবে |

  2. 2

    চাট মশলা, বীট লবণ,গোলমরিচ, লেবুর রস গুছিয়ে নিতে হবে | শসা কেটে নিতে হবে |

  3. 3

    এবার ফলের টুকরা গুলি একটি কাঁচের বাটিতে নিয়ে মশলা মাখিয়ে প্লেটে সাজিয়ে ব্রেকফাস্ট বা লাঞ্চের সাথে, যখন খুশি পরিবেশন করা যাবে |(তবে একেবারে খালি পেটে স্যালাড খাওয়া ঠিক নয় বলে ডাক্তারবাবুরা পরামর্শ দিয়ে থাকেন |)
    তো বন্ধুরা এখনই তৈরী করে ফেলো চট জলদি ফলের স্যালাডের এই রেসিপি |

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Srilekha Banik
Srilekha Banik @cook_21083076

মন্তব্যগুলি

Similar Recipes