ধোকার ডালনা (Dhokar dalna recipe in Bengali)

Barnali Saha
Barnali Saha @Barnali_23

ধোকার ডালনা (Dhokar dalna recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১ কাপ মটর ডাল
  2. ১/২ কাপ ছোলার ডাল
  3. ৩ টেবিল চামচ জিরা বাটা
  4. ১ টেবিল চামচ আদা বাটা
  5. ১/২ চা চামচ গোটা জিরে
  6. ২ চিমটি হিং
  7. ৫ টি কাঁচালঙ্কা
  8. ১ টি শুকনো লঙ্কা
  9. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  10. স্বাদ অনুযায়ীলবণ
  11. ১/২ চা চামচ গুঁড়ো লঙ্কা
  12. স্বাদ মত চিনি
  13. পরিমাণ মত সর্ষের তেল
  14. ১/২ চা চামচ গরম মশলা গুঁড়ো
  15. পরিমাণ মতগোটা এলাচ লবঙ্গ দারচিনি ফোঁড়নের জন্য
  16. ১/২ চা চামচ ঘি
  17. ১ টি তেজপাতা

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে ডাল গুলোকে হালক গরম জলে ভিজিয়ে রাখতে হবে কম করে এক ঘন্টা মতন। তবে আরেকটু কম রাখলেও চলবে।

  2. 2

    এবার ভেজানো ডাল কে মিক্সিতে একটি কাঁচা লঙ্কা, নুন, হলুদ, অল্প চিনি দিয়ে ভালোভাবে পেস্ট করে নিতে হবে।

  3. 3

    এবার কড়াইতে সামান্য তেল দিয়ে তার মধ্যে হিং ফোড়ন দিয়ে ডালটাকে নাড়িয়ে অনেকটা শুকনো করে নিয়ে তেল মাখানো থালায় ঢেলে খানিকক্ষণ সেট হতে দিতে হবে।

  4. 4

    এবার ডালের পেস্টটা সেট হয়ে গেলে বরফির আকারে কেটে কড়াইতে তেল গরম করে ভেজে নিতে হবে।

  5. 5

    ওই তেলে গোটা জিরে, তেজপাতা শুকনো লঙ্কা,গরম মসলা ফোড়ন দিয়ে আদা বাটা, জিরে বাটা, লঙ্কাগুঁড়ো,লবণ, হলুদ,মিষ্টি দিয়ে কষিয়ে জল দিয়ে দিতে হবে।

  6. 6

    এবার জল ফুটে উঠলে তার মধ্যে ধোঁকা গুলো দিয়ে খানিকক্ষণ ফুঁটিয়ে গরম মসলা গুঁড়া, সামান্য ঘি, কাঁচালঙ্কা চিরে দিলেই তৈরি হয়ে যাবে ধোকার ডালনা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Barnali Saha
Barnali Saha @Barnali_23

Similar Recipes