ধোকার ডালনা (dhokar dalna recipe in Bengali)

ÝTumpa Bose
ÝTumpa Bose @Tumpacook_25061140

ধোকার ডালনা (dhokar dalna recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

চল্লিশ মিনিট
  1. 1/2 কাপছোলার ডাল
  2. 1/2 কাপমটর ডাল
  3. ৮ টেবিল চামচসর্ষের তেল
  4. ১/২ চা চামচহিং
  5. স্বাদমতনুন
  6. ২টেবিল চামচচিনি
  7. ১চা চামচহলুদ গুঁড়ো
  8. ১চা চামচজিরে গুঁড়ো
  9. ১ চা চামচকাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  10. প্রয়োজন মতঘি
  11. ১/২ চা চামচগরমসলা গুঁড়ো
  12. ১কাপনারকেল কোরা
  13. ২ টিআলু চার টুকরো করে কাটা
  14. ১ চা চামচগোটা জিরে

রান্নার নির্দেশ সমূহ

চল্লিশ মিনিট
  1. 1

    দুই রকম ডাল আগের দিন রাতে বিজিএমইএ রাখতে হবে।

  2. 2

    ডাল টা বাটা র সময় ওতে আদা, কাঁচা লংকা, নুন,নারকেল কোরা দিয়ে বেটে নিতে হবে।

  3. 3

    কড়াইতে তেল গরম করে জিরে দিয়ে ডাল বাটা টা দিতে হবে। এতে একটু চিনি, হিং,দিয়ে খুব ভালো করে নাড়তে হবে।

  4. 4

    করাই থেকে ছেড়ে আসলে বুঝব ঠিকভাবে ভাজা হয়েছে।

  5. 5

    একটা থালায় তেল মাখিয়ে এতে ডাল র মন্ড টা দিয়ে ছড়িয়ে জমাতে হবে।

  6. 6

    একটা চাকু দিয়ে কেটে পিস পিস্ করে রাখতে হবে।

  7. 7

    কড়াইতে তেল গরম করে একটা একটা করে সব ধোকা ভেজে নিতে হবে।

  8. 8

    এবার ঐ তেলেই জিরে, তেজপাতা দিয়ে চার টুকরো করে কাটা আলু ভেজে নিতে হবে।

  9. 9

    এবার একটি বাটিতে হলুদ, কাশ্মীরি লংকা গুরো, জিরে গুরো অলপ জলে গুলে কড়াইতে দিতে হবে।

  10. 10

    বাকী হিং টা দিয়ে, চিনি, নুন দিয়ে ঢেকে দিতে হবে।

  11. 11

    আলু সিদ্ধ হলে ঝোল ফুটলে ভাজা ধোকা দিয়ে দিতে হবে ।

  12. 12

    এবার একটু ঘি ও গরম মশলা দিয়ে ঢাকা দিতে হবে।

  13. 13

    একটু পরে ঝোল টা ধোকা তে ঢুকে গেলে বাটি তে বেরে পরিবেশন করতে হবে ধোকার ডালনা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
ÝTumpa Bose
ÝTumpa Bose @Tumpacook_25061140

Similar Recipes