ডালের কোপ্তা কারি (Daaler kofta curry recipe in Bengali)

Moubani Das Biswas
Moubani Das Biswas @mou_cook_1992

#ডালশান
মাছ, মাংস, কাঁচকলার কোপ্তা আমরা প্রায়ই বানিয়ে থাকি। ডালের কোপ্তা খেতে বেশ অন‍্যরকম।

ডালের কোপ্তা কারি (Daaler kofta curry recipe in Bengali)

#ডালশান
মাছ, মাংস, কাঁচকলার কোপ্তা আমরা প্রায়ই বানিয়ে থাকি। ডালের কোপ্তা খেতে বেশ অন‍্যরকম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘন্টা
৫-৬ জন
  1. 1 কাপপাঁচমিশালি ডাল (মটর, মুসুর, মুগকলাই, বিউলি, রাজমা) ২কাপ
  2. 1 টা বড় সেদ্ধ‌ আলু
  3. 2 টোআলু (ডুমো করে কাটা)
  4. 1ইঞ্চিআদা
  5. 4 টেশুকনো লঙ্কা
  6. 5টা কাঁচালঙ্কা
  7. 1 টেবিল চামচগোটা জিরে
  8. 1/4চা চামচ মৌরি
  9. 2টোতেজপাতা
  10. 2 টোএলাচ ২
  11. স্বাদমতোলবণ ও চিনি
  12. 1টেবিল চামচহলুদ গুঁড়ো
  13. 1 টেবিল চামচল‌ঙ্কা গুঁড়ো
  14. 1টেবিল চামচ ভাজা মশলা
  15. 1/2 চা চামচ গরম মশলা
  16. প্রয়োজনমতোকর্নফ্লাওয়ার
  17. প্রয়োজন মতসর্ষের তেল
  18. 1 চা চামচঘি ১চা চামচ
  19. পরিমাণ মতধনেপাতা

রান্নার নির্দেশ সমূহ

১ ঘন্টা
  1. 1

    ডাল ধুয়ে ৪ঘন্টা জলে ভিজিয়ে রাখতে হবে। মিক্সিং জারে আদা, ২শুকনা লঙ্কা, ৩ কাঁচালঙ্কা, ১চা চামচ জিরে, মৌরি রেখে জল ঝরানো ডাল দিয়ে একদম শুকনো করে পিষতে হবে। আঠালো হবে কিন্তু জলের পরিমাণ বেশি হলেই বড়া হয়ে যাবে কোপ্তা গড়া যাবেনা।

  2. 2

    এবার ডালের মন্ডর মধ‍্যে সেদ্ধআলু, লবণ, ১/২টেবিলচামচ হলুদগুঁড়ো, ১চা চামচ লঙ্কাগুঁড়ো, ১ চা চামচ ভাজামশলা প্রয়োজনে অল্প কর্নফ্লাওয়ার দিয়ে মেখে মন্ড বানিয়ে হাতে তেল লাগিয়ে কোপ্তা গড়ে নিতে হবে।

  3. 3

    প‍্যানে খানিকটা তেল গরম করে কোপ্তাগুলো খাস্তা করে ভেজে তুলে নিতে হবে।

  4. 4

    কড়াইয়ে ৩টেবিলচামচ তেলে এলাচ, শুকনোলঙ্কা, জিরে, তেজপাতা ফোড়ণ দিয়ে আলু ভেজে নিতে হবে। একটা বাটিতে লবণ, চিনি, সব গুড়োমশলা জলে গুলে কড়াইয়ে দিয়ে কষতে হবে।

  5. 5

    আলু প্রায় সেদ্ধ হয়ে মশলা থেকে তেল ছাড়লে পরিমাণ মতো উষ্ণ জল দিয়ে ঝোল চাপিয়ে খানিকটা ফুটলে ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে ৩-৪ মিনিট চাপা দিয়ে রেখে ঘি, গরমমশলা ছড়িয়ে গ‍্যাস নিভিয়ে দুই মিনিট ঢেকে রাখতে হবে।

  6. 6

    উপরে কাঁচালঙ্কা, ধনেপাতা ছড়িয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে ডালের কোপ্তা কারি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Moubani Das Biswas
Moubani Das Biswas @mou_cook_1992

Similar Recipes