প্রন কোপ্তা কারি (prawn kofta curry recipe in Bengali)

Manashi Saha
Manashi Saha @cook_manashi27552560

#GA4#week20
এই সপ্তাহের ধাঁধা থেকে আমি কোপ্তা অপশনটি বেছে নিলাম।
কোপ্তা আমরা সাধারন কাঁচকলা, পনির ,ছানা এসব দিয়ে করে থাকি। আমি আজকে চিংড়ি মাছের কোপ্তা কারি করলাম। খেতে কিন্তু অসাধারণ হয়েছে।

প্রন কোপ্তা কারি (prawn kofta curry recipe in Bengali)

#GA4#week20
এই সপ্তাহের ধাঁধা থেকে আমি কোপ্তা অপশনটি বেছে নিলাম।
কোপ্তা আমরা সাধারন কাঁচকলা, পনির ,ছানা এসব দিয়ে করে থাকি। আমি আজকে চিংড়ি মাছের কোপ্তা কারি করলাম। খেতে কিন্তু অসাধারণ হয়েছে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৩ জন
  1. ২০০ গ্রাম চিংড়ি মাছ
  2. ২টো মিডিয়াম সাইজ সেদ্ধ আলু
  3. ২ টো মিডিয়াম সাইজ পিয়াজ বাটা
  4. ১ টা মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি
  5. ৪টে কাঁচা লঙ্কা কুচি
  6. ১ চা চামচ রসুন কুচি
  7. ১ চা চামচ রসুন বাটা
  8. ১ চা চামচ আদা বাটা
  9. ১চা চামচ ধনে গুঁড়ো
  10. ১চা চামচজিরেগুঁড়ো
  11. ১ চা চামচরেড চিলি পাউডার
  12. ১ চা চামচ কাশ্মীরি লঙ্কাগুঁড়ো
  13. ১ চা চামচ গোলমরিচ গুঁড়ো
  14. ২ চা চামচ হলুদ গুঁড়ো
  15. ২ চা চামচকর্নফ্লাওয়ার
  16. ২ টো করে এলাচ আর দারচিনি
  17. ২টো লবঙ্গ
  18. ১টা তেজপাতা
  19. ২ চা চামচ টক দই
  20. ১ চা চামচ গরম মশলা গুঁড়ো
  21. স্বাদমতোলবণ
  22. পরিমান মত সাদা তেল
  23. পরিমাণ মতো সরষের তেল
  24. ২ চা চামচ ধনেপাতা কুচি
  25. ২ চা চামচকুচানো পেঁয়াজকলি

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    চিংড়ি মাছ একটু ভাপিয়ে মিক্সিতে পেস্ট করে নিতে হবে

  2. 2

    আলু সিদ্ধ করে ম্যাস করে নিতে হবে

  3. 3

    এবার চিংড়ি মাছের পেস্ট, ম্যাশ করা আলু, গোলমরিচ গুঁড়ো,কনফ্লাওয়ার,স্বাদমতো লবণ, ধনেপাতা কুচি, কুচানো পেঁয়াজকলি ১ চামচ হলুদ গুঁড়া,,সামান্য জিরেগুঁড়ো, সামান্য ধনেগুঁড়ো, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে ভাল করে মেখে কোফতা আকারে গড়ে সাদা তেলে ভেজে নিতে হবে।

  4. 4

    এবার সরষের তেলে এলাচ,,দারচিনি,লবঙ্গ, তেজপাতা দিয়ে একটু নেড়েচেড়ে আদা _রসুন _পেঁয়াজ বাটা,ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো,লঙ্কাগুঁড়ো,স্বাদমতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে ফেটানো টক দই দিয়ে আর একটু নেড়েচেড়ে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে পরিমাণমতো জল দিতে হবে ।

  5. 5

    এবার জল ভাল করে ৪_৫ মিনিট ফুটতে দিয়ে ভেজে রাখা কোফতাগুলো দিয়ে আর ও ৪_৫ মিনিট ফুটিয়ে একটু ঘন হয়ে এলে গরম মশলা গুঁড়ো ও ও ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই রেডি প্রণ কোপ্তা কারি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Manashi Saha
Manashi Saha @cook_manashi27552560

Similar Recipes