চিকেন চাপ (chicken chaap recipe in Bengali)

Micky Ghosh
Micky Ghosh @Indrani

চিকেন চাপ (chicken chaap recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২ ঘন্টা ৩০ মিনিট চিকেন
৪ জন
  1. ১ কেজিচিকেন
  2. ৪ টেবিল চামচ কেওড়া জল
  3. ২ টেবিল চামচ গোলাপ জল
  4. ৪ ফোঁটা মিঠা আতর
  5. পরিমাণ মত‌ গোটা গরম মসলা
  6. ২ টো তেজপাতা
  7. ১ টেবিল চামচ পেঁপের পেস্ট
  8. ১ টেবিল চামচ পোস্ত বাটা
  9. ১ টেবিল চামচ কাজুবাদাম বাটা
  10. ১ টেবিল চামচ চারমগজ বাটা
  11. ১ চা চামচ কিসমিস বাটা
  12. ১ চা চামচ গোলমরিচ গুঁড়ো
  13. ১টেবিল চামচ হলুদ গুঁড়ো
  14. ১টেবিল চামচ লঙ্কার গুঁড়ো
  15. ২ টেবিল চামচ কাশ্মীরী মির্চ
  16. ১ চা চামচ লঙ্কাবাটা
  17. ১.৫ টেবিল চামচ আদা বাটা
  18. ২ টেবিল চামচ রসুন বাটা
  19. ৩ টি পেঁয়াজ বাটা
  20. ১ চা চামচ গরম মশলা গুঁড়ো
  21. ১/২ কাপ টক দই
  22. ১/২ কাপ সাদা তেল
  23. ৩ টেবিল চামচ ঘি
  24. ২ টেবিল চামচ ছাতু
  25. ১ চা চামচ জিরে গুঁড়ো
  26. ১ চা চামচ ধনে গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

২ ঘন্টা ৩০ মিনিট চিকেন
  1. 1

    প্রথমে চিকেন টা পরিষ্কার করে ছুরি দিয়ে চিকেনের গাটা কেটে নেব।

  2. 2

    তারপর সমস্ত মসলা দিয়ে চিকেন টা ম্যারিনেট করে রাখতে হবে দু'ঘণ্টা।

  3. 3

    এবার কড়াইতে ঘি এবং সাদা তেল দিয়ে তাতে গোটা মশলাগুলো দিতে হবে। এরপর তাতে ম্যারিনেট করা চিকেনের পিসগুলি দিয়ে সামান্য ভেজে নিতে হবে।

  4. 4

    চিকেন ভাজা ভাজা হয়ে গেলে তাতে ম্যারিনেট করা যে মসলাটি ছিল সেটি দিয়ে আবারও করতে হবে এবং ঢাকা দিয়ে কম আছে রান্না করতে হবে ৩০-৪০ মিনিট কিংবা যতক্ষণ না চিকেন পুরোপুরি গলে যায়।

  5. 5

    চিকেন পুরোপুরি রান্না হয়ে গেলে তাতে গরম মসলা যোগ করুন এবং গরম গরম পরিবেশন করুন রুটি, পরোটা কিংবা কুলচার সঙ্গে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Micky Ghosh
Micky Ghosh @Indrani

Similar Recipes