চিকেন চাপ (chicken chaap recipe in bengali)

Ahasena Khondekar - Dalia
Ahasena Khondekar - Dalia @cook_26975198

#CP

চিকেন চাপ (chicken chaap recipe in bengali)

#CP

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

প্রায় ১ঘনটা
কয়েক জনের জন্য
  1. ৬০০ গ্ৰামচিকেন
  2. ৩টেবিল চামচপেঁয়াজ বাটা
  3. ২টেবিল চামচপেঁয়াজ কুচি বেরেস্তার জন্য
  4. ২টেবিল চামচআদা রসুন বাটা
  5. ৩টেবিল চামচসাদা তেল
  6. ১টিতেজপাতা
  7. ২টেবিল চামচকাজু বাদাম -পোসত-চার মগজ
  8. ২টেবিল চামচ +১টেবিল চামচটকদই
  9. ১/২ কাপদুধ
  10. ১টেবিল চামচছাতু
  11. ১টেবিল চামচজিরে গুঁড়ো
  12. ১.৫ চা চামচগোলমরিচ গুঁড়ো
  13. ২টুকরোদারচিনি গুঁড়ো
  14. ছোটএলাচ ৩টি
  15. ৪-৫টিলবঙ্গ
  16. ১চা চামচ কাশ্মীরী লঙ্কা গুঁড়ো
  17. ২ -৩ ফোঁটামিঠা আতর
  18. ১টেবিল চামচকেওড়া জল

রান্নার নির্দেশ সমূহ

প্রায় ১ঘনটা
  1. 1

    প্রথমে ১টি বড় বোলে চিকেন ধূয়ে জল ঝড়িয়ে ২চামচ টকদই,ছাতু, সমস্ত গুঁড়ো মশলা ১চামচ তেল, নুন, পেঁয়াজ বাটা,আদা বাটা সব ভাল ভাবে মেখে ঢাকা রেখে ২ঘনটা রাখতে হবে, সারারাত ডিপ ফ্রিজে রেখে ম্যারিনেট করলেও ভালো

  2. 2

    কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে বেরেস্তা করে তুলে রেখে

  3. 3

    ঐ তেলে দারচিনি ক্রাসকরা,এলাচ ক্রাস করা, তেজপাতা ও শুকনো লঙ্কা গোটা দিয়ে ম্যারিনেট চিকেন দিয়ে আস্তে আস্তে নাড়তে হবে।

  4. 4

    যখন তেল ছেড়ে দেবে,তখন কাজুবাদাম -পোসত-চারমগজ-টকদই দিয়ে পেসা মিশ্রন দিয়ে মাখো মাখো করে গ্যাসটা ধীরে করে দুধটা দিয়ে ২মি মত ঢাকা রেখে।

  5. 5

    এবার গ্যাস বন্ধ করে ২ফোটা মিঠা আতর,কেওড়া জল ও বাটার/ফ্রেশ ক্রিম দিয়ে ঢাকা রেখে।

  6. 6

    কিছু পর পরিবেশন করা যাবে।

  7. 7

    রূটি,পরোটা,লুচি,বিরীয়ানী পোলাও ফ্রায়েড রাইস দিয়ে পরিবেশন করা যাবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Ahasena Khondekar - Dalia
#FFw4#BaburchiHat"বেগুন 🍆 ভর্তা"উপকরণ:১টি ফ্রেশ গোটা বেগুন,১টি ডিম সেদ্ধ,১টি পেঁয়াজ কুচি,১চুটকি গোটা জিরে,১টি শুকনো লঙ্কা ছেঁড়া,১/২টেবিল চামচ তেল,১টি টমেটো 🍅 কুচি,নুন প্রয়োজন মত। ইচ্ছা হলে ব্যালেন্স মত চিনি।প্রনালী: বোঁটা সহ গোটা বেগুন তেল মাখিয়ে রে পুড়িয়ে নিয়ে বোটাটা রেখে খোসা ফেলে ছাড়িয়ে ছেনে রাখতে হবে।এবার কড়াইতে তেল দিয়ে গরম হলে শুকনো লঙ্কা ছেঁড়া ও গোটা জিরে ফোরন দিয়ে যখন চিটপিট করে উঠবে, পেঁয়াজ কাটা দিয়ে ভুনে হাল্কা ভাজা হলে ,বেগুন ছানা দিয়ে মিডিয়াম আঁচে নেড়ে,ডিম সেদ্ধ চটকে দিয়ে,টমেটো কুচি, নুন দিয়ে নেড়ে ইচ্ছা হলে চিনি দিতে পারেন। ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে পারেন।এবার পরিবেশনপালা সার্ভিং প্লেটে বোঁটা সহ ছবির মত সাজিয়ে পরিবেশন।🙏
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes