শেয়ার

উপকরণ

30 মিনিট
2 জন
  1. 2 টোচিকেন লেগ
  2. 3টেবিল চামচ টক দই
  3. 2টেবিল চামচ আদা রসুন বাটা
  4. স্বাদমত নুন
  5. 1/2 চা চামচহলুদ
  6. 1/2 চা চামচধনে গুঁড়ো
  7. 1 চা চামচলঙ্কা গুঁড়ো
  8. 1 চা চামচকাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  9. 1 ফোঁটামিঠা আতর
  10. 1/2 চা চামচকেওড়া জল
  11. 2 টোপেঁয়াজ পেস্ট করা
  12. 2 টোছোট এলাচ
  13. 1 টুকরোদারচিনি
  14. 2 টোলবঙ্গ
  15. 1 টাতেজপাতা
  16. 1/2 চা চামচবিরিয়ানি মশলা গুঁড়ো
  17. 6টেবিল চামচ রিফাইন্ড তে‌ল
  18. 4 টেকাজু
  19. 1 চা চামচপোস্ত
  20. 1 চা চামচচারমগজ
  21. 1 চা চামচঘি

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    প্রথমে চিকেন পিস গুলোর সাথে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা রসুন বাটা আর টক দই মিশিয়ে, বিরিয়ানি মশলা আর পেঁয়াজ বাটা দিয়ে ভালোকরে মিশিয়ে 1 ঘন্টা ঢেকে রাখতে হবে

  2. 2

    1 ঘন্টা পরে একটা কড়ায় তেল গরম করে ওতে চিকেন পিস গুলো মিডিয়াম ফ্লেমে ভেজে তুলে নিতে হবে

  3. 3

    এবার ঐ তেলে তেজপাতা আর গোটা গরম মশলা ফোঁড়ন দিয়ে গন্ধ বেরোলে ওতে ম্যারিনেশন এর মশলা টা দিয়ে কষাতে হবে

  4. 4

    মশলার কাঁচা গন্ধ চলে গেলে ওতে ভাজা চিকেন পিস গুলো দিয়ে ভালোকরে কষাতে হবে

  5. 5

    লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করতে হবে। মাঝে মাঝে নেড়ে দিতে হবে। আর কাজু, পোস্তো আর চারমগজ একসাথে বেটে নিতে হবে।

  6. 6

    এবার কাজু, পোস্তো আর চারমগজ বাটা আর ঘি দিয়ে আবার কষতে হবে। কিছুক্ষন পর মিঠা আতর আর কেওড়া জল দিয়ে একটু নেড়েচেড়ে নামিয়ে নিতে হবে

  7. 7

    এবার বিরিয়ানি, রুটি, পরোটা, নান অথবা সাদা ভাতের সাথে গরম গরম সার্ভ করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today

Similar Recipes