নো অয়েল চিকেন(No oil chicken recipe in Bengali)

Nayna Bhadra
Nayna Bhadra @cook_23404555

নো অয়েল চিকেন(No oil chicken recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
2 জন
  1. 500 গ্রামমুরগির মাংস
  2. 3 টেবিল চামচটকদই
  3. 1 টেবিল চামচগোলমরিচ গুঁড়ো
  4. 1 টেবিল চামচপাতিলেবুর রস
  5. 1 চা চামচজিরে ও ধনে গুঁড়ো
  6. 1 টেবিল চামচআদা বাটা
  7. 2 টিপেঁয়াজ কুচি
  8. 1 টিরসুন কুচি
  9. 2 টিকাঁচা লঙ্কা কুচি
  10. 2 +3+2টিএলাচ, লবঙ্গ, তেজপাতা
  11. স্বাদ অনুযায়ী নুন
  12. 2 টেবিল চামচকর্নফ্লাওয়ার

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    প্রথম মুরগির মাংস ভালো করে ধুয়ে টক দই আদা বাটা ও গোলমরিচ গুরো দিয়ে মেখে 15 মিনিট রেখে দিতে হবে ।

  2. 2

    এবার 15 মিনিট বাদে এর সাথে পেঁয়াজ কুচি রসুন কুচি লংকা কুচি তেজপাতা জিরে ধনের গুরো ও নুন মাখিয়ে নিতে হবে ।

  3. 3

    এবার একটি প্যান এ গোটা গরম মশলা গুলো একটু শুকনো খোলায় ভেজে মেখে রাখা মুরগির মাংস ঢেলে একটু নেড়ে চেড়ে গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে কষতে দিতে হবে ।

  4. 4

    চিকেন ও দই থেকে জল বেরিয়েই মাংস একদম নরম হয়ে আসবে ।

  5. 5

    এবারে মাংস একদম নরম হয়ে এলে কর্নফ্লাওয়ার একটু জলে গুলে সেটা মাংসে ঢেলে একটু নেড়ে গ্যাস অফ করে দিতে হবে।এবারে ওপরে আবার একটু গোলমরিচ গুরো ও লেবুর রস মিশিয়ে নিন এবং গরম গরম পরিবেশন করুন নো অয়েল চিকেন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Nayna Bhadra
Nayna Bhadra @cook_23404555

Similar Recipes