চিলি গার্লিক প্রন উইথ চীজ(chilli garlic prawn with cheese recipe in Bengali)

Esita Biswas
Esita Biswas @Esitabiswas

#পছন্দেররেসিপি
#sunanda

চিলি গার্লিক প্রন উইথ চীজ(chilli garlic prawn with cheese recipe in Bengali)

#পছন্দেররেসিপি
#sunanda

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
2 সারভিংস
  1. 300 গ্রামপ্রন
  2. 2 টি বড় পেঁয়াজ
  3. 1 টিরসুন কুচি
  4. 1 টিক্যাপ্সিকাম
  5. 1 চা চামচআদা কুচি
  6. 1/2 কাপধনেপাতা
  7. 1 স্লাইসচিজ
  8. 2 চা চামচসোয়া সস
  9. 1 চা চামচচিলি সস
  10. 1/2 চা চামচগোল মরিচ
  11. 2টেবিল চামচ সাদা তেল
  12. স্বাদ মত নুন
  13. 1/2 চা চামচভিনিগার
  14. 5 টিকাঁচা লঙ্কা

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    প্রথমে প্রন ভাল করে ধুয়ে ছাড়িয়ে নিয়ে নুন ও ভিনিগার দিয়ে মাখিয়ে আধঘন্টা ম্যারিনেট করতে হবে।পেঁয়াজ, আদা, রসুন, ধনেপাতা, লঙ্কা, ক্যাপ্সিকাম সব কেটে নিতে হবে।তারপর সাদাতেল এ প্রন হালকা ভেজে নিতে হবে।

  2. 2

    তারপর প্যানে সেই তেলে পেঁয়াজ হালকা ভেজে তার মধ্যে আদা কুচি, রসুন কুচি ক্যাপিসিকাম ও লঙ্কা কুচি দিয়ে ভালো করে নাড়াতে হবে।এরপর একে একে সোয়া সস চিলি সস,ভিনিগার,গোলমরিচ গুরো দিয়ে ভালো ভাবে মিশিয়ে নিতে হবে।

  3. 3

    প্রন গুলো দিয়ে ভালোভাবে টস করে নিতে হবে যাতে সব উপকরণ ঠিক ভাবে মিশে যায়।।এর পর অল্প চিজ গ্রেট করে মিক্স করে নিতে হবে ।
    হয়ে গেলে প্লেট এ নামিয়ে ধনেপাতা, চিজ ও লঙ্কা সহযোগে গারনিশিং করে পরিবেশন করতে হবে ।।
    মিক্সড রাইস অথবা চাউমিন এর সাথে জাস্ট জমে যাবে।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Esita Biswas
Esita Biswas @Esitabiswas

Similar Recipes