চিলি গার্লিক চিংড়ি ( chilli garlic chicken recipe in Bengali

Årpita Kår Ghosh
Årpita Kår Ghosh @cook_17047085
কোলকাতা

#ডিনার
#এসো বসো আহারে

চিলি গার্লিক চিংড়ি ( chilli garlic chicken recipe in Bengali

#ডিনার
#এসো বসো আহারে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০মিনিট
৪জন
  1. 250 গ্রাম মাঝারি মাপেরচিংড়ি
  2. 1টিরসুন
  3. 3 টেবিল চামচভিনিগার
  4. 2টেবিল চামচসোয়াসস
  5. 2 চা চামচগোলমরিচ গুঁড়ো
  6. স্বাদ অনুযায়ীনুন
  7. 1টিডিম
  8. 10 টেবিল চামচকর্ণ ফ্লাওয়ার
  9. 1কাপঅলিভ অয়েল
  10. 2টিপেঁয়াজ
  11. 1টিক্যাপ্সিকাম
  12. 2 ইঞ্চিআদা
  13. 6-8টেবিল চামচটমেটো কেচাপ
  14. 2 টেবিল চামচচিলি সস
  15. 3টিলঙ্কা কুচি

রান্নার নির্দেশ সমূহ

৩০মিনিট
  1. 1

    মিডিয়াম সাইজের চিংড়ি খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি।
    এরপর তাতে রসুন বাটা,ভিনিগার,সোয়াসস,গোলমরিচ গুড়ো,নুন,ডিম ও কর্ণ ফ্লাওয়ার এবং এক টেবিল চামচ মত অলিভ অয়েল ভালো করে মিক্স করে তা কভার করে 2/3ঘন্টা ফ্রিজে রেখেছি।

  2. 2

    এরপর প্যানে অলিভ অয়েল গরম করে মিডিয়াম ফ্রাই করে নিয়েছি।
    এরপর কিছু আদা রসুন ও কাঁচালঙ্কা একদম কুচিয়ে নিয়েছি।
    পেঁয়াজ ও ক্যাপ্সিকাম কিউব করে কেটে নিয়েছি।
    এরপর প্যানে কয়েক টেবিল চামচ অলিভ অয়েল গরম করে আদা রসুন ও কাঁচালঙ্কাকুচি দিয়ে মিডিয়াম ব্রাউন ফ্রাই করেছি।
    এরপর কেটে রাখা ক্যাপ্সিকাম ও পেয়াজ দিয়ে হাই ফ্লেমে 2মিনিট ফ্রাই করে ভিনিগার হাফ টেবিল চামচ,সোয়াসস হাফ টেবিল চামচ,দু টেবিল চামচ রেড চিলি সস ও হাফ কাপ টমেটো কেচাপ ও নুন দিয়ে 30সেকেন্ড নেরেচেরে চিংড়ি মাছ গুলি দিয়েছি।

  3. 3

    গোলমরিচ গুড়ো দিয়ে 3/4মিনিট রান্না করলেই তৈরি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Årpita Kår Ghosh
Årpita Kår Ghosh @cook_17047085
কোলকাতা

Similar Recipes