সুজির পকোড়া (soojir pakora recipe in Bengali)

Bithika Kabiraj
Bithika Kabiraj @bithika1967

#Bhojersaatkahon
#নানা স্বাদের পকোড়া

সুজির পকোড়া (soojir pakora recipe in Bengali)

#Bhojersaatkahon
#নানা স্বাদের পকোড়া

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২৫ মিনিট
২ জন
  1. 1/2 কাপসুজি
  2. 2টেবিল চামচ টক দই
  3. 2টেবিল চামচ পেঁয়াজ কুচি
  4. 2টেবিল চামচ ধনেপাতা কুচি
  5. 1টেবিল চামচ গ্রেট করা গাজর
  6. 1/2 চা চামচআদা বাঁটা
  7. 4টে কাঁচালঙ্কা কুচি
  8. 1 চিমটিহলুদ গুঁড়ো
  9. 4 চা চামচ খাবার সোডা
  10. 1/2 চা চামচগোটা জিরে
  11. স্বাদ মতলবণ
  12. পরিমাণ মতভাজার জন্য সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

২৫ মিনিট
  1. 1

    তেল ছাড়া সমস্ত উপকরণ গুলো একসাথে নিয়ে মেখে নিতে হবে ভালো করে। মিশ্রণটা দশ মিনিট মতো ঢেকে রাখতে হবে।

  2. 2

    দশ মিনিট পর ঢাকনা খুলে আরো একবার মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিতে হবে।

  3. 3

    কড়াইতে সাদা তেল গরম করে একটা চামচ দিয়ে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে পকোড়ার মতো শেপ করে তেলে দিতে হবে।

  4. 4

    একটা দিক লালচে হয়ে এলে পকোড়াগুলো উল্টে দিয়ে অন্য দিকটাও একই ভাবে লালচে করে ভেজে নিতে হবে।

  5. 5

    দুই দিক ভালো করে ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে একটা টিস্যুপেপারে রেখে দিলে অতিরিক্ত তেল শুকিয়ে যাবে। এবার টম্যাটো স্যসের সাথে গরম গরম পরিবেশন করুন সুজির পকোড়া বা রাভা পকোড়া ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Bithika Kabiraj
Bithika Kabiraj @bithika1967
I love to cook. I always like to learn and try new recipes.
আরও পড়ুন

মন্তব্যগুলি (2)

Similar Recipes