লাল মরিচ চিকেন পকোড়া(lal morich chicken pakora recipe in Bengali)

titir chowdhury
titir chowdhury @201205titir

#BhojerSaatKahon
#নানা স্বাদের পকোড়া

লাল মরিচ চিকেন পকোড়া(lal morich chicken pakora recipe in Bengali)

#BhojerSaatKahon
#নানা স্বাদের পকোড়া

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২ ঘন্টা
৫-৬
  1. ৩৫০গ্ৰামবোনলেস চিকেন
  2. ১০০ গ্ৰাম/ ২ টোটক দই / লেবু
  3. ৫০ গ্ৰামকর্ণ ফ্লাওয়ার
  4. ১৫০ গ্ৰামবেসন
  5. ২চা চামচগরম মশলা গুঁড়ো
  6. ২চা চামচআদা রসুন বাটা
  7. ১.৫চা চামচনুন
  8. ১/২ চা চামচকাঁচালঙ্কা বাটা
  9. ১/২ চা চামচধনে গুঁড়ো
  10. ১ চা চামচ+ ৫ টা গোটাশুকনো লঙ্কা বীজ ছাড়া জলে ভিজিয়ে বাটা
  11. ১ চা চামচচাট মশলা
  12. ২ টো তেজপাতা
  13. ৪-৫চা চামচধনে পাতা কুচি
  14. ১/২ চা চামচ লাল ফুড কালার
  15. ২০০ গ্ৰামরিফাইন তেল
  16. গ্ৰীন চাটনি--
  17. ৫০ গ্ৰামধনে পাতা
  18. ১ চা চামচ রসুন
  19. ১চা চামচআদা
  20. ১/২ চা চামচজিরে
  21. ১/২ চা চামচনুন
  22. ১/২ চা চামচলেবুর রস

রান্নার নির্দেশ সমূহ

২ ঘন্টা
  1. 1

    প্রনালী----
    প্রথমে চিকেন টা জলে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। কিউব করে কেটে নিতে হবে।

  2. 2

    তারপর টক দই/ লেবুর রস,নুন,গরমশলা, ধনে গুরো, ফুড কালার, শুকনো লঙ্কা বাটা ও গোটা, কাঁচালঙ্কা বাটা, আদা রসুন বাটা,পেয়াজ কুচি, ধনেপাতা কুচিসব উপকরণ দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে ১ ঘন্টা।

  3. 3

    ম্যারিনেটেড চিকেনের সাথে বেসন ও কনফ্লাওর মিশিয়ে ভালো করে কোটিং করে ছাকা তেলে ভেজে নিতে হবে।

  4. 4

    গ্ৰীন চাটনির জন্য ধনেপাতা, আদা, রসুন, নুন, টক দই, জিরে, লেবুর রস একসাথে মিক্সিতে ব্লেন্ড করে নিতে হবে। ব্যাস চাটনি রেডি।

  5. 5

    পকোরা ভাজা হলে একটু চাট মশলা ছরিয়ে সাথে স্যালাড ও চাটনি দিয়ে পরিবেশন করতে হবে গরম গরম।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
titir chowdhury
titir chowdhury @201205titir
Cook is the best way which makes me happy always... i just love cook different foods.. Professionally I am a Mechanical Engineer
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes