মেদু বড়া ও সাম্বর(medu bora o sambar recipe in Bengali)

SANTANU MAITI
SANTANU MAITI @cook_30882412
আড়ীয়াদহ।

#BhojerSaatKahon
#নানা স্বাদের পকোড়া।

মেদু বড়া ও সাম্বর(medu bora o sambar recipe in Bengali)

#BhojerSaatKahon
#নানা স্বাদের পকোড়া।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০মিনিট
দুজনের জন্য
  1. ১/২ কাপবিউলির ডাল
  2. ১/২ কাপচালের গুঁড়ো
  3. ১ চা চামচ আদা
  4. ৪ টে কাঁচা লঙ্কা
  5. স্বাদ মতনুন ও চিনি
  6. ১ চিমটি খাবার সোডা
  7. ১/২ চা চামচমৌরি

রান্নার নির্দেশ সমূহ

৩০মিনিট
  1. 1

    ১০০গ্রাম বিউলির ভাল ঘন্টা খানেক ভেজাতে হবে।

  2. 2

    ভেজানো ডাল, আদা, কাঁচা লঙ্কা ও অল্প মৌরি মিক্সিতে দিয়ে একটা পেস্ট বানাতে হবে।

  3. 3

    ওই পেস্ট বা মণ্ডতে পরিমান মতো নুন,খুব সামান্য চিনি,খাবার সোডা ও দু চামচ চালের গুঁড়ো মেশাতে হবে।

  4. 4

    ওভেনে কড়া বসিয়ে বেশী পরিমানে সড়ষের তেল গরম করে বড়া আকৃতি করে ডালের মন্ডটা ছাড়তে হবে। হালকা ভাজা হলে বড়ার মাঝখানটা গোল করে গর্ত করতে হবে।

  5. 5

    বড়া গুলো লালচে করে ভাজা হয়ে গেলে পাত্রে তুলে সম্বর ভাল দিয়ে পরিবেশন করতে হবে।

  6. 6

    অরহঢ় ডালে কুমড়ো,ঢেড়স সজনে ডাটা ও তেঁতুল দিয়ে সেদ্ধ করে তাতে পরিমান মতো নুন ও সম্বর পাউডার দিয়ে কড়াইয়ে
    সাদা তেল গরম করে তাতে সড়ষেে,শুখনো লঙ্কা ও কারি পাতা দিয়ে সাঁতলে নিলে সম্বর ভাল তৈরী।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
SANTANU MAITI
SANTANU MAITI @cook_30882412
আড়ীয়াদহ।

মন্তব্যগুলি

Similar Recipes