মটন বিরিয়ানি(mutton biryani recipe in Bengali)

Shefali Bhattacharya
Shefali Bhattacharya @cook_27576735

মটন বিরিয়ানি(mutton biryani recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 1 কে জিদেরাদুন চাল
  2. 1 কে জিপাঁঠা/খাসির মাংস
  3. 500 গ্রাআলু দু ভাগ করা
  4. 250 গ্রাপেঁয়াজ কুচোনো
  5. 1 টিগোটা রসুন বাটা
  6. 1টেবিল চামচ ধনে গুঁড়ো
  7. 1টেবিল চামচ জিরা গুঁড়ো
  8. 1 চা চামচসাজিরে
  9. 1টেবিল চামচ আদা বাটা
  10. 1 গ্লাসদুধের কেসর ভেজানো
  11. 2-3 ফোঁটাআতর
  12. 2 টাতেজ পাতা
  13. 2 ছোটএলাচ
  14. 2 টিলবঙ্গ
  15. 1 টিবড় এলাচ
  16. 1 টিস্টার অ্যানিস
  17. 1 চা চামচজায়ফল ও জয়ত্রী গুঁড়ো
  18. 1টেবিল চামচ বিরিয়ানী মশলা
  19. স্বাদ অনুযায়ীনুন ও চিনি
  20. প্রয়োজন অনুযায়ীতেল ও ঘি

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে চাল ধুয়ে পরিষ্কার করে নিন ও মাংস পরিস্কার করে নুন, হলুদ টক দই ও তেল দিয়ে মাখিয়ে রেখে দিন।

  2. 2

    এবারে হাঁড়িতে জল দিয়ে একটু নুন দিয়ে ভালো করে ফুটতে দিন

  3. 3

    একটি পুঁটুলি করে গোটা গরম মশলা দিয়ে দিন।এবারে চাল দিয়ে ভালো করে ফুটতে দিন ও ফুটে উঠলে নামিয়ে ফ্যান ঝরিয়ে রাখুন

  4. 4

    কড়াইয়ে তেল গরম করে তাতে আলু নুন ও হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলুন

  5. 5

    ঐ একই কড়াইয়ে তেল গরম করে তাতে সাজিরে গোটা গরম মশলা তেজপাতা দিয়ে সুঘ্রান বেরোনো পর্যন্ত নাড়ুন

  6. 6

    কুচানো পেঁয়াজ রসুন ও আদা বাটা দিন ও নুন হলুদ দিয়ে ভাজুন।এবারে মাংস দিয়ে নাড়াচাড়া করে ঢেকে রাখতে হবে

  7. 7

    একে একে ধনে, জিরে ও লংকা গুঁড়ো দিয়ে ভালো করে সাঁতলে নিন।আলু দিয়ে কষিয়ে অল্প জল দিয়ে ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিন ।গভীর পাত্রে প্রথমে ঘি গরম করে তাতে পেঁয়াজ কুচি লালচে করে ভেজে তুলুন

  8. 8

    এবারে ভাত সাজিয়ে ওপরে চারিদিকে আলু ও মাংস সাজিয়ে আবার ভাত দিয়ে ঢেকে দিন।একবার আবার ঐ পদ্ধতি তে সাজিয়ে তুলুন

  9. 9

    ওপর থেকে মিষ্টি আতর ও কেসর ভেজানো দুধের দিয়ে ঢাকা লাগিয়ে ভালো করে আটকে দিন।।15-20 মিনিট দম দিয়ে নামিয়ে গরম পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Shefali Bhattacharya
Shefali Bhattacharya @cook_27576735

মন্তব্যগুলি

Similar Recipes