ভেজিটেবল চিকেন ফ্রাই (vegetable chicken fry recipe in Bengali)

Subhajit Chatterjee
Subhajit Chatterjee @Subhajit

#pb1
#week3
চিকেনের এই প্রিপারেশন আমার খুবই প্রিয়। ওয়েট লস জার্নিতে এরকম সুস্বাদু চিকেন এর রেসিপি খাওয়া যেতে পারে।

ভেজিটেবল চিকেন ফ্রাই (vegetable chicken fry recipe in Bengali)

#pb1
#week3
চিকেনের এই প্রিপারেশন আমার খুবই প্রিয়। ওয়েট লস জার্নিতে এরকম সুস্বাদু চিকেন এর রেসিপি খাওয়া যেতে পারে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

10 মিনিট
2 সারভিংস
  1. ১ বাটিকুচি করে কেটে রাখা চিকেন ব্রেস্ট
  2. ১ টি ক্যাপ্সিকাম কুচি
  3. ১ টি গাজর কুচি
  4. ১ টি পেঁয়াজ কুচি
  5. ৫/৭ টি বিন্স কুচি
  6. ১/২চা চামচগোল মরিচের গুঁড়ো
  7. ২-৩ টি কাঁচা লঙ্কা কুচি
  8. ১/২ চা চামচলেবুর রস
  9. স্বাদমতোলবণ
  10. ১ চা চামচ সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

10 মিনিট
  1. 1

    প্রথমে কুচি করে রাখা চিকেন ব্রেস্ট লেবুর রস ও গোলমরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রাখতে হবে পনেরো থেকে কুড়ি মিনিট।

  2. 2

    এবার একটি প্যানে তেল দিয়ে তারমধ্যে ম্যারিনেট করা চিকেন টা দিতে হবে।

  3. 3

    একটু নেড়ে ভাজা ভাজা করে কুচি করে রাখা সমস্ত সবজি ও কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে চিকেনের সাথে ভাজতে হবে।

  4. 4

    সবজি ও চিকেন ভাজা ভাজা হয়ে এলে স্বাদমতো লবণ দিয়ে দিতে হবে।

  5. 5

    আবারো ভালোভাবে মিশিয়ে নেরে ভাজা হয়ে গেলে নামিয়ে নিতে হবে।

  6. 6

    এটা এমনি ও পরিবেশন করা যেতে পারে আবার রুটি বা পরোটার সাথে সার্ভ করা যেতে পারে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Subhajit Chatterjee

মন্তব্যগুলি

Similar Recipes