চিলি চিকেন উইথ ভেজিটেবল ফ্রাইড রাইস(chilli chicken with vegetable fried rice recipe in Bengali)

Tanmana Dasgupta Deb
Tanmana Dasgupta Deb @Tanmana
Guwahati


#nsr
#week3
নবমীর জন্য চটজলদি বানিয়ে নিলাম আমার ভীষন প্রিয় একটি খাবার চিলি চিকেন। আর সাথে যদি হয় ভেজিটেবল ফ্রাইড রাইস তো কথাই নেই।

চিলি চিকেন উইথ ভেজিটেবল ফ্রাইড রাইস(chilli chicken with vegetable fried rice recipe in Bengali)


#nsr
#week3
নবমীর জন্য চটজলদি বানিয়ে নিলাম আমার ভীষন প্রিয় একটি খাবার চিলি চিকেন। আর সাথে যদি হয় ভেজিটেবল ফ্রাইড রাইস তো কথাই নেই।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ঘন্টা
৬জন
  1. ২৫০গ্রাম বোনলেস চিকেন
  2. ৩টি মাঝারি পেঁয়াজ
  3. ১কাপ ডাইসড গ্রীন ক্যাপ্সিকাম
  4. ২টেবিল চামচ রসুন কুচি
  5. ৫-৬টা কাঁচা লঙ্কা কুচি
  6. ১টি ডাইসড টমেটো
  7. স্বাদ মতনুন
  8. পরিমাণ মতঅলিভ অয়েল
  9. ২চা চামচ সয়াসস
  10. ২চা চামচ ভিনিগার
  11. ২চা চামচ টমেটো সস
  12. ১চা চামচ সাদা তিল
  13. ১চা চামচ ধনেপাতা কুচি
  14. ২টেবিল চামচ কর্ণফ্লাওয়ার
  15. ১টেবিল চামচ ময়দা
  16. ১টি ডিম
  17. ২চা চামচ রসুন পাউডার
  18. ২চা চামচ গোলমরিচ গুঁড়ো
  19. ১চা চামচ চিলি ফ্লেক্স

রান্নার নির্দেশ সমূহ

১ঘন্টা
  1. 1

    চিকেন ভালো করে ধুয়ে স্লাইস করে কেটে নেই।

  2. 2

    এবার একটি বাটিতে চিকেন নিয়ে এতে নুন, রসুন পাউডার, সয়াসস, গোলমরিচ গুঁড়ো ও একটি ডিম ভালো করে মেখে ম্যারিনেট করে ফ্রিজে ২০মিনিটের মতো রেখে দেই।

  3. 3

    এবার একটি কড়াইতে অলিভ অয়েল পরিমাণমতো দিয়ে এতে একে একে ডাইসড পেঁয়াজ, তারপর ডাইসড ক্যাপ্সিকাম গুলো ভালো করে সাঁতলে উঠিয়ে নেই।

  4. 4

    এখন একটি প্লেটে ময়দা ও কর্ণফ্লাওয়ার মিশিয়ে নিয়ে এতে ম্যারিনেট করা প্রতিটি চিকেন স্ট্রিপ ডিপ করে কড়াইতে গরম তেলে ভেজে তুলি।

  5. 5

    এবার ঐ কড়াইতে একে একে কাঁচা লঙ্কা কুচি একটু সাতলে নিয়ে এতে রসুন কুচি দিয়ে ভালো করে সাঁতলে নিয়ে এতে ডাইসড টমেটো ও চিলি ফ্লেকস দিয়ে নাড়াচাড়া করি।

  6. 6

    এখন এতে এক চা-চামচ সয়াসস ও এক চা-চামচ টমেটো সস মিশাই।

  7. 7

    এবার ঐ কড়াইতে ভাজা চিকেন, পেঁয়াজ ও ক্যাপ্সিকাম ঢেলে দেই।

  8. 8

    এখন এতে দুই চা চামচ ভিনিগার দিয়ে এক চা-চামচ কর্ণফ্লাওয়ার গোলা জল ঢেলে দেই।

  9. 9

    দু তিন মিনিট পর এতে গোলমরিচ গুঁড়ো ও সাদা তিল ছড়িয়ে দেই।

  10. 10

    তৈরি হয়ে গেল চিলি চিকেন। এবার ধনেপাতা কুচি ও সাদা তিল ওপরে ছড়িয়ে একে গরম গরম ফ্রাইড রাইস এর সাথে পরিবেশন করি। নবমীতে আর কি চাই।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Tanmana Dasgupta Deb
Guwahati

Similar Recipes