চকলেট পুডিং (chocolate puding recipe in bengali)

Subhajit Chatterjee
Subhajit Chatterjee @Subhajit

#fd
#week4
চকলেট দিয়ে বন্ধুত্ব শুরু হয় তাই বন্ধুত্ব দিবস পালন ও চকলেট পুডিংং। দিয়ে হলে সেটা ভালই হয়

চকলেট পুডিং (chocolate puding recipe in bengali)

#fd
#week4
চকলেট দিয়ে বন্ধুত্ব শুরু হয় তাই বন্ধুত্ব দিবস পালন ও চকলেট পুডিংং। দিয়ে হলে সেটা ভালই হয়

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০
  1. ৫০ গ্রাম আমুল ডার্ক চকলেট
  2. ১০০ মি . লি ফুল ক্রিম দুধ
  3. ২ টেবিল চামচ কোকো পাউডার
  4. ১.৫ টেবিল চামচ ময়দা
  5. ১/৪ কাপ চিনি
  6. ১ টি ডিমের কাঁচা কুসুম
  7. ১ টেবিল চামচ মাখন
  8. ৬-৭ টি বরফের টুকরো
  9. ৫ টি আমন্ড কুচি
  10. ৫ টি কাজুবাদাম কুচি
  11. ৭-১০ টি কিসমিস

রান্নার নির্দেশ সমূহ

৩০
  1. 1

    প্রথমে চকলেট টা নিয়ে ছোট ছোট টুকরো করে নিয়ে সেটা গরম কড়াই এর মধ্যে দেব ।এবার আঁচ টা একদম কম করে রেখে চকলেটটা গলিয়ে নেব।

  2. 2

    চকলেট টা গলে গেলে কোকো পাউডার এবং ময়দা দিয়ে খুব ভালো ভাবে একসাথে মিশিয়ে নেব।

  3. 3

    সবকিছু ভালোভাবে মিশে গেলে অল্প অল্প দুধ দিয়ে সবকিছু মেশাতে আরম্ভ করব। যখন সবকিছু ভালোভাবে মিশে যাবে তখন পরিমাণমতো চিনি এবং বাটার টা দিয়ে দেবো। এবং সব কিছুকে মেরে ভালোভাবে মিক্স করে নেব। ডিমের কুসুমটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় মিশ্রণটা খুব ভালোভাবে নাড়তে হবে, এইসময় গ্যাস বন্ধ রাখতে হবে।

  4. 4

    সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আবার গ্যাস জ্বালিয়ে দেব এবং মিডিয়ামে রেখে ভালোভাবে নাড়তে থাকতে হবে। যখন মিশ্রণটি একটু ঘন হয়ে আসবে তখন পাঁচটা আইস কিউব মিশ্রণের মধ্যে দিয়ে দিতে হবে। বরফ দেওয়ার পর আবারও ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে।

  5. 5

    এবার গ্যাস বন্ধ করে দিয়ে পুডিং ঠান্ডা হয়ে গেলে সেটি একটি বাটির মধ্যে নিয়ে, আলমন্ড কাজু বাদাম ও কিশমিশ একসাথে ভেঙে নিয়ে উপর দিয়ে ইচ্ছা মত সাজিয়ে সেটিকে কয়েক ঘণ্টার জন্য ফ্রিজে রেখে দিতে হবে।

  6. 6

    চকলেট পুডিং তৈরি। এবার ফ্রিজ থেকে বের করে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Subhajit Chatterjee

মন্তব্যগুলি (2)

Similar Recipes