গুলাব জামুন (gulab jamun recipe in Bengali)

Sumana Chakraborty
Sumana Chakraborty @cook_30823423

#fd
#week4
বন্ধু মানে ভালো থাকার চাবিকাঠি।যার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত খুব মূল্যবান। তাই আজ প্রিয় বন্ধুর খুব প্রিয় একটা মিষ্টি বানালাম, যেটার ভাগ ও আমাকে কখনোই দেই না।

গুলাব জামুন (gulab jamun recipe in Bengali)

#fd
#week4
বন্ধু মানে ভালো থাকার চাবিকাঠি।যার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত খুব মূল্যবান। তাই আজ প্রিয় বন্ধুর খুব প্রিয় একটা মিষ্টি বানালাম, যেটার ভাগ ও আমাকে কখনোই দেই না।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩৫ মিনিট
২ জন
  1. ৩ টেবিল চামচ সুজি
  2. ৩ টেবিল চামচ জল
  3. ২ কাপ গুঁড়ো দুধ
  4. ২ টেবিল চামচ ঘি
  5. ১ চা চামচ বেকিং পাউডার
  6. ২ টেবিল চামচ ময়দা
  7. ২৫০ গ্রাম চিনি
  8. ৩০০ এম এল জল
  9. ৫ টি এলাচ(থেঁতো করে নেওয়া)
  10. ১ চা চামচ লেবুর রস
  11. ১ চা চামচ গোলাপ জল
  12. প্রয়োজন অনুযায়ীকয়েকটি গোলাপের পাপড়ি (সাজানোর জন্য)
  13. পরিমাণ মতসাদা তেল
  14. ৬ টেবিল চামচ দুধ

রান্নার নির্দেশ সমূহ

৩৫ মিনিট
  1. 1

    প্রথমে একটি বাটিতে সুজি কে জলে ভিজিয়ে রাখতে হবে ১৫ মিনিটের জন্য।অপর একটি পাত্রে ময়দা, গুঁড়ো দুধ, বেকিং পাউডার,ঘি, ভেজানো সুজি ও দুধ যোগ করে ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিয়ে, তার থেকে ছোট করে লেচি কেটে তা বলের আকারে গড়ে নিতে হবে।

  2. 2

    এবার চিনির রস বানানোর জন্য, একটা সসপ্যানে চিনি ও জল যোগ করে, ফুটতে দিতে হবে।রস ফুটে উঠলে তাতে থেঁতো করা এলাচ, লেবুর রস মিশিয়ে দিতে হবে, যাতে চিনির অশুদ্ধি গুলো রসের ওপরে উঠে আসে এবং তা ছাঁকনির সাহায্যে তুলে ফেলে দিতে হবে। এরপর রসের মধ্যে গোলাপ জল মিশিয়ে দিতে হবে।

  3. 3

    একটি কড়াই এ তেল গরম করতে দিয়ে, তাতে এক এক করে বানিয়ে রাখা বলগুলো ছেড়ে দিয়ে, হালকা করে সেগুলোকে ক্রমাগত নাড়তে হবে। কালচে বাদামী রঙের হয়ে এলে, সেগুলোকে ছেঁকে সঙ্গে সঙ্গে চিনির রসে দিয়ে দিতে হবে। কিছু সময় রসে ভিজিয়ে রাখার পর, একটা সার্ভিং প্লেটে এক এক করে মিষ্টি গুলো সাজিয়ে, উপর থেকে একটু রস ও গোলাপের পাপড়ি ছিটিয়ে দিলেই পরিবেশনার জন্য তৈরি 'গুলাব জামুন'।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sumana Chakraborty
Sumana Chakraborty @cook_30823423

Similar Recipes