মাছের কালিয়া (macher kalia recipe in Bengali)

Malabika Biswas
Malabika Biswas @mala_17

#ebook06
#week8
এই সপ্তাহে আমি রুই মাছের কালিয়া রান্না করব। মাছ আমাদের অতি প্রিয় খাবার। আর সেটা যদি রুই মাছের কালিয়া হয় তাহলে আর কোন কথা হবে না।সাদা ভাত, ফ্রায়েড রাইস এর সঙ্গে জমিয়ে খাওয়া যাবে।

মাছের কালিয়া (macher kalia recipe in Bengali)

#ebook06
#week8
এই সপ্তাহে আমি রুই মাছের কালিয়া রান্না করব। মাছ আমাদের অতি প্রিয় খাবার। আর সেটা যদি রুই মাছের কালিয়া হয় তাহলে আর কোন কথা হবে না।সাদা ভাত, ফ্রায়েড রাইস এর সঙ্গে জমিয়ে খাওয়া যাবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০মিঃ
৩ জনের জন্য
  1. ৩ টুকরো রুই মাছ
  2. ৪ টেবিল চামচ সর্ষের তেল
  3. স্বাদ মত নুন
  4. ৪টে কাঁচা লঙ্কা
  5. ১ চা চামচ জিরে গুঁড়ো
  6. ১ চা চামচ ধনে গুঁড়ো
  7. ১ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো
  8. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  9. ২ টেবিল চামচ টক দই
  10. ১ চা চামচ চিনি
  11. ১/২+১/২ চা চামচ +২+১টুকরো +১ চিমটিচামচ করে গোটা জিরে, ধনে, ২টো এলাচ, দারুচিনি, জয়িত্রী
  12. প্রয়োজন অনুযায়ী ফোঁড়নের জন্য এলাচ, দারুচিনি, তেজপাতা
  13. ১টেবিল চামচ ঘি
  14. ১টা মাঝারি পেঁয়াজ
  15. ১টা মাঝারি টমেটো
  16. ৪ কোয়া রসুন

রান্নার নির্দেশ সমূহ

৩০মিঃ
  1. 1

    মাছ নুন,হলুদ মেখে ১০ মিঃ রেখে দিতে হবে

  2. 2

    এই সময় জিরে, ধনে, জয়িত্রী, দারুচিনি গরম করে গুড়ো করে নিতে হবে।

  3. 3

    জিরে গুড়ো, ধনে গুড়ো, কাঁচালংকা, পেঁয়াজ, রসুন,টোমাটো, আদা,লাল লংকা একসাথে পেস্ট করে নিতে হবে

  4. 4

    তেল গরম হলে মাছ ভেজে তুলে নিতে হবে

  5. 5

    ঐ তেলে আরও ২ চামচ তেল দিতে হবে

  6. 6

    তেলে তেজপাতা, এলাচ, দারচিনি ফোড়ন দিতে হবে

  7. 7

    সুন্দর গন্ধ বেরলে পেস্ট করা মশলা দিয়ে ভাল করে কষিয়ে নিতে হবে। নুন, টক দই ও চিনি দিতে হবে। উপরে তেল ভেসে উঠলে জল দিতে হবে।

  8. 8

    ঝোল ফুটে উঠলে মাছ দিয়ে ঢাকা দিতে হবে ২/৩ মিঃ

  9. 9

    ঝোল ঘন হয়ে এলে গুড়ো মশালাটা ও ঘি দিয়ে নেড়ে দিতে হবে।

  10. 10

    ২ মিঃ পর গ্যাস অফ করে দিতে হবে

  11. 11

    ২/৩ মিঃ পর নামিয়ে পরিবেশন করতে হবে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Malabika Biswas

Similar Recipes