রুই মাছের কালিয়া (rui macher kalia recipe in bengali)

Pratima Biswas Manna
Pratima Biswas Manna @Pratima
Ahmedabad

#ebook2
#জামাইষষ্ঠী
জামাই আদর এর দুপুরের ভূরিভোজ পর্বে মাছের কালিয়া কিন্তু দারুণ জমে যায় ।

রুই মাছের কালিয়া (rui macher kalia recipe in bengali)

#ebook2
#জামাইষষ্ঠী
জামাই আদর এর দুপুরের ভূরিভোজ পর্বে মাছের কালিয়া কিন্তু দারুণ জমে যায় ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

40 মিনিট
  1. 4 পিসরুই মাছ
  2. পরিমান মতো সর্ষের তেল
  3. 1 টাতেজপাতা
  4. 2 টোছোটো এলাচ
  5. 1 টুকরোদারচিনি
  6. 1 টাপেয়াজ কুচি
  7. 1 টাপিয়াজ বাটা
  8. 1 চা চামচকরে আদা বাটা
  9. 1 চা চামচরসুন বাটা
  10. 1 টাটমেটো কুচি
  11. 2 টোকাঁচালঙ্কা
  12. প্রয়োজন অনুযায়ী ধনেপাতা কুচি
  13. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  14. 1/2 চা চামচলঙ্কা গুঁড়ো
  15. 1/2 চা চামচজিরে গুঁড়ো
  16. 1/2 চা চামচধনে গুঁড়ো
  17. 1 চা চামচগরম মসলা
  18. স্বাদমত নুন

রান্নার নির্দেশ সমূহ

40 মিনিট
  1. 1

    মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখতে হবে 30মিনিট। সব উপকরণ গুছিয়ে নিতে হবে। এবার কড়াই তে তেল গরম করে মাছ গুলো লাল করে ভেজে তুলে নিতে হবে।

  2. 2

    এবার তেলে তেজপাতা, এলাচ ও দারচিনি ফোড়ন দিয়ে পিয়াজ কুচি দিয়ে ভাজতে হবে। পিয়াজ লাল করে ভাজা হয়ে গেলে টমেটো কুচি, পিয়াজ বাটা, আদা-রসুন বাটা ও অল্প নুন দিয়ে নেড়েচেড়ে কসিয়ে নিতে হবে। টমেটো গলে গেলে ও মসলা থেকে তেল বেরিয়ে এলে অল্প জল, কাঁচালঙ্কা ও সব গুঁড়ো মসলা দিয়ে নেড়েচেড়ে কসিয়ে নিতে হবে।

  3. 3

    মসলা ভালো করে কসানো হয়ে গেলে, পরিমান মত জল, ধনেপাতা কুচি ও স্বাদমত নুন দিয়ে নেড়েচেড়ে দিতে হবে। ফুটে উঠলে ভেজে রাখা মাছ গুলো দিয়ে 3 থেকে 4মিনিট মিডিয়াম আঁচে ফুটিয়ে নিলেই রেডি রুই মাছের কালিয়া।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Pratima Biswas Manna
Ahmedabad
আমি কুকপ্যাড বাংলার একটি অংশ যে কম্যুনিটি নিরন্তর সেই সকল রন্ধনকারীকে সমর্থন করে চলেছে যারা অক্লান্ত ও নিরন্তর ভাবে অপরের জন্য রান্নায় প্রয়াস চালিয়ে যাচ্ছেন
আরও পড়ুন

Top Search in

Similar Recipes