রেড সস চিকেন পাস্তা(red sauce chicken pasta recipe in Bengali)

S. Dutta
S. Dutta @sayan_cook

রেড সস চিকেন পাস্তা(red sauce chicken pasta recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 1 কাপসিদ্ধ বোন লেস চিকেনের টুকরো
  2. 1 চা চামচরসুন কুচি
  3. 4টেবিল চামচ পিজ্জা সস
  4. 1/2 চা চামচঅরিগ্যানো আর চিলি ফ্লেক্স
  5. স্বাদ মতনুন আর গোলমরিচ গুঁড়ো
  6. প্রয়োজন মততেল
  7. 1/2 কাপ গ্রেটেড চিজ
  8. 1/2 কাপব্রকলি আর জ্যুকিনী কাটা

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    একটি বড় বাটিতে জল আর নুন দিয়ে ফোটাতে হবে, জল ফুটে গেলে তারপরে পাস্তা দিয়ে পাস্তা সেদ্ধ হওয়া পর্যন্ত দিয়ে তারপরে জল ফেলে দিয়ে পাস্তা ঠাণ্ডা জলে ধুয়ে নিতে হবে

  2. 2

    কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে রসুন কুচি দিয়ে চিকেন তাকে ভাল করে ভেজে নিয়ে আগে থেকে কেটে রাখা ব্রকলি, জুকিনি দিয়ে নাড়াচাড়া করে পাস্তা সস দিতে হবে তারপরে ভাল করে নাড়িয়ে একটু জল দিয়ে পাতলা করতে হবে

  3. 3

    সিদ্ধ করা পাস্তা দিয়ে তারপরে স্বাদমতো নুন কম হয়েছে ভালো করে নড়াচড়া করে গ্রেটেড চিজ দিতে হবে, চিজ গলে যাওয়া পর্যন্ত একটু রান্না করে নামিয়ে নিতে হবে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
S. Dutta
S. Dutta @sayan_cook

Top Search in

Similar Recipes