পনীর ও কড়াইশুঁটির পোলাও(paneer o koraishutir pulao recipe in Bengali)

Priyanka Mukherjee
Priyanka Mukherjee @Mukherjeepriyanka

#jemonkhusi
#pp

রোজ রোজ আমিষ খেয়ে স্বাদ বদলে নিরামিষ খেলাম। খুব ভালো লাগলো।

পনীর ও কড়াইশুঁটির পোলাও(paneer o koraishutir pulao recipe in Bengali)

#jemonkhusi
#pp

রোজ রোজ আমিষ খেয়ে স্বাদ বদলে নিরামিষ খেলাম। খুব ভালো লাগলো।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫ মিনিট
৬জন
  1. ৫০০ গ্রাম বাসমতী চাল
  2. ১০০ গ্রাম ঘি
  3. ১০০ গ্রাম সাদা তেল
  4. ৫০ গ্রাম গোটা গরম মসলা(ছোট এলাচ, দারুচিনি, লবঙ্গ)
  5. ৪ টি তেজ পাতা
  6. ২৫ গ্রাম শাহ জিরে
  7. ২৫ গ্রাম জয়িত্রী
  8. ২৫ গ্রাম জায়ফল
  9. ২৫০ গ্রাম চিনি
  10. ২৫ গ্রাম কেশর
  11. ১ টেবিল চামচ গোলাপ জল
  12. ১ টেবিল চামচ কেওড়া জল
  13. ২৫০ গ্রাম পনির
  14. ১৫০ গ্রাম কড়াইশুঁটি
  15. ১০০ গ্রাম কাজু বাদাম
  16. ১০০ গ্রাম কিসমিস
  17. 2টেবিল চামচ দুধ
  18. স্বাদ মতনুন
  19. পরিমাণ মত জল

রান্নার নির্দেশ সমূহ

৪৫ মিনিট
  1. 1

    প্রথমে বাসমতি চালকে ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রাখতে হবে কম করে ১৫ মিনিট।

  2. 2

    তার পর একটি বড় পাত্রে চাল সিদ্ধ করতে হবে বেশি পরিমাণ জলে। জলের মধ্যে গোটা গরম মশলা, তেজ পাতা, এক টেবিল চামচ সাদা তেল আর পরিমাণ মত নুন দিয়ে দিতে হবে।

  3. 3

    চাল ৯০শতাংশ সিদ্ধ অবস্থায় ফ্যান ঝরিয়ে একটি ছড়ানো পাত্রে ছাড়িয়ে ঠান্ডা করতে হবে। সাধারণত ১০ মিনিট লাগে। তবে চালের উপরও নির্ভর করে কতটা সময় লাগবে।

  4. 4

    এর পরে পনীর পছন্দের আকারে কেটে সাদা তেলে ভেজে নিতে হবে।

  5. 5

    কোড়াইশুঁটি, কাজু, কিশমিশও হাল্কা ভেজে নিতে হবে।

  6. 6

    এরপরে তেলের সাথে ঘি মিশিয়ে ঘি গলিয়ে রাখতে হবে

  7. 7

    শুকনো মশলা শুকনো কড়ায় ভেজে গুঁড়িয়ে রাখতে হবে।

  8. 8

    দুধ গরম করে কেশর ভিজিয়ে রাখতে হবে।

  9. 9

    এবারে একটি বড় পাত্রে ঘি মাখিয়ে চাল দিতে হবে ।

  10. 10

    তাতে ঘি ও তেলের মিশ্রণ, চিনি, নুন যদি লাগে(আগে জলে দেওয়া হয়েছে), গুঁড়ো মশলা, দুধ কেশর মিশ্রণ, গোলাপ জল ও কেওড়ার জল দিয়ে ঢাকা দিয়ে ভালো করে ঝাঁকিয়ে মেশাতে হবে।

  11. 11

    এর পর ধীমে আঁচে ১০ মিনিট রেখেই তৈরি সুস্বাদু গরম গরম পনীর কড়াইশুঁটির পোলাও।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Priyanka Mukherjee
Priyanka Mukherjee @Mukherjeepriyanka

Similar Recipes