চানা মশলা (Chana masala recipe in Bengali)

Taru
Taru @cook_27757177

রুটি পরোটা নান কুলচা এটার এর সাথে খুব ভালো লাগে

চানা মশলা (Chana masala recipe in Bengali)

রুটি পরোটা নান কুলচা এটার এর সাথে খুব ভালো লাগে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 1 কাপভেজানো কাবলী ছোলা
  2. 1 টিআলু কুচি
  3. 1 চা চামচ হলুদ গুঁড়ো
  4. 1 চা চামচধনে গুঁড়ো
  5. 1 চা চামচ জিরা গুঁড়ো
  6. 1/2 চা চামচচানা মশলা গুঁড়ো
  7. 1 চা চামচলঙ্কা গুঁড়ো
  8. স্বাদ মতনুন
  9. 1/2 চা চামচচিনি
  10. 2 টিপেঁয়াজ কুচি
  11. 1টেবিল চামচ রসুন বাটা
  12. 2 চা চামচটমেটো সস
  13. 1চা চামচ কাঁচা লঙ্কা কুচি
  14. প্রয়োজন অনুযায়ী তেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    সামান্য লবণ হলুদ অল্প তেল এবং পরিমাণমতো জল দিয়ে ভেজানো ছোলা সেদ্ধ করে নিতে হবে

  2. 2

    কড়াইতে তেল গরম করে আলু কুচি হালকা লালচে করে ভেজে তুলে নিতে

  3. 3

    কড়াইতে তেল গরম করে আলু কুচি হালকা লালচে করে ভেজে তুলে নিতে হবে

  4. 4

    ওই কড়াইতে পেঁয়াজ কুচি রসুন বাটা কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি দিয়ে ভেজে নিতে হবে

  5. 5

    তারপর অল্প জল টমেটো সস এবং সমস্ত রকমের গুঁড়ো মসলা স্বাদমতো নুন দিয়ে সবটা কষিয়ে নিতে হবে

  6. 6

    মসলা কষা হলে সিদ্ধ ছোলা ভাজা আলু সবটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে

  7. 7

    এবং ঢাকা দিয়ে 5 থেকে 10 মিনিট মাঝারি আঁচে রান্না করতে হবে

  8. 8

    10 মিনিট পর ঢাকনা খুলে ভালো করে মিশিয়ে গরম মশলা গুঁড়ো দিয়ে নামাতে হবে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Taru
Taru @cook_27757177

Similar Recipes