চিকেন কষা (Chicken kosha recipe in Bengali)

Manisha pandit
Manisha pandit @Manisha_dairy

চিকেন কষা (Chicken kosha recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

50 মিনিট
6 সারভিংস
  1. 1কেজি মুরগির মাংস
  2. 4টেবিল চামচ টক দই
  3. 1টেবিল চামচ রসুন বাটা
  4. 1টেবিল চামচ আদা বাটা
  5. 4টেবিল চামচ পেঁয়াজ বাটা
  6. স্বাদ মতনুন
  7. 1 টিটমেটো বাটা
  8. 1টেবিল চামচ টমেটো সস
  9. 1চা চামচ লঙ্কাগুঁড়ো
  10. 1 চা চামচজিরেগুঁড়ো
  11. 1 চা চামচধনে গুঁড়ো
  12. 1/4 চা চামচগরম মশলা গুঁড়ো
  13. 2টেবিল চামচ কসুরি মেথি
  14. পরিমাণ মত সর্ষের তেল
  15. পরিমাণ মতো জল
  16. 1টেবিল চামচ হলুদ গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

50 মিনিট
  1. 1

    মাংশের পিস ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে এবার মাংসের সাথে সমস্ত গুঁড়ো মসলা স্বাদমতো নুন দিয়ে ভাল করে মেখে নিতে হবে

  2. 2

    মাংস মাখা হলে তাকে ম্যারিনেট করে রাখতে হবে এক ঘন্টা

  3. 3

    কড়াইতে সরষের তেল গরম করে গোটা গরম মসলা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটা আদা রসুন বাটা টমেটো বাটা দিয়ে করতে হবে কাঁচা গন্ধ যাতে না থাকে

  4. 4

    পেঁয়াজ বাটা কষা হলে মাংস দিয়ে তেল ছাড়া পর্যন্ত এবং সুন্দর রং আসা পর্যন্ত কষতে হবে

  5. 5

    তারপর টমেটো সস দিয়ে আবারও 5 মিনিট মতো করে নিতে হবে মাঝারি আঁচে

  6. 6

    তারপর পরিমাণমতো জল দিয়ে মাংস পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে হবে

  7. 7

    মাংস পুরোপুরি সেদ্ধ হলে ঝোল গামাখা মত হলে কাসুরি মেথি গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে রাখতে হবে কিছুক্ষণ

  8. 8

    তারপর নামিয়ে ভাত পোলাও যেকোনো ধরনের রুটি পরোটা ইত্যাদির সাথে পরিবেশন করতে হবে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Manisha pandit
Manisha pandit @Manisha_dairy

মন্তব্যগুলি (2)

Swati Bharadwaj
Swati Bharadwaj @explorefoodwithSwati
রেসিপিটা বেশ ভালো লাগলো🌺
উপস্থাপনাও বেশ ছিমছাম🚀
🍬
আমার রেসিপি গুলো সময় পেলে দেখে লাইক দিতে পারেন আর পছন্দ হলে অনুসরণ দেবেন।🌷

Similar Recipes